ইয়াসিন আরাফাত : [২] যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নির্মিত অস্থায়ী একটি হাসপাতাল বন্ধ করা হয়েছে। শনিবার কর্তৃপক্ষ জানায়, কোভিড-১৯ রোগীদের সংখ্যা কমে আসায় সেন্ট্রাল পার্কে জরুরি ভিত্তিতে যে অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছিল তা বন্ধ করা হচ্ছে। সিবিএস, নিউ ইয়র্ক পোস্ট, স্কাই নিউজ
[৩] করোনা মহামারিতে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৮৭ হাজার ২৮৮ জন করোনায় সংক্রামিত হয়েছেন। অন্যদিকে মারা গেছেন ৬৮ হাজার ৫৬৮ জন। যুক্তরাষ্ট্রের মধ্যে করোনার সবচেয়ে ভয়াবহ রূপ নেয় নিউ ইয়র্ক সিটি অঙ্গরাজ্যে। এখানে প্রায় ২৪ হাজার লোক করোনাভাইরাসে সংক্রামিত হয়ে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নিউ ইয়র্কে ২৮০ জনের মৃত্যু হয়েছে।
[৪] গত মার্চে করোনার বিস্তার দ্রুততর হলে মাউন্ট সিনাই হাসপাতালের বিপরীতে পার্কে ভেন্টিলেটরসহ কয়েক ডজন তাঁবু খাটিয়ে অস্থায়ী এই হাসপাতাল তৈরি করা হয়। কারণ মাউন্ট সিনাই হাসপাতালে ছিল রোগীদের উপচে পড়া ভিড়।
[৫] যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক ত্রাণ সংস্থা জানিয়েছে, অস্থায়ী এই হাসপাতালে ১৯১ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার থেকে নতুন রোগী ভর্তি করা হবে না। দুই সপ্তাহ আগে এখানে শেষ রোগীর চিকিৎসা দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :