আরএইচ রফিক : [২] বগুড়ার গাবতলীতে জমিজমা মামলার সূত্র ধোরে প্রতিপক্ষের কাছে রিপাের্ট দেয়ার কথা বলে চাঁদা আনতে গিয়ে এক ভূয়া ডিবি পুলিশকে আটক করে পুলিশে সপোর্দ করেছে স্থানীয় জনতা।আটক ব্যাক্তির নাম নূর মোহাম্মদ(৫০) শেরপুর উপজেলার মহিপুর কলোনী এলাকার বাসিন্দা মৃত আনসার আলীর পুত্র ।
[৩] জানা গেছে ,গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের বড়কিভীটা এলাকার মাষ্টারপাড়া গ্রামের মৃত বাহার উদ্দিন মন্ডলের ছেলে আফজাল হোসেন মন্ডল এর সাথে তার চাচা মজিবর রহমান মন্ডলের জায়গা জমির বিবাদ নিয়ে আদালতে মামলা চলে আসছিল। তার সূত্র ধোরে নূর মোহাম্মদ গত ১লা মে বগুড়া ডিবি পুলিশের এসআই শাহীনের পরিচয় দিয়ে মামলার মামলার তদন্ত রিপোর্ট দেবার কথা বলে এলাকার আফজাল হোসেনের নিকট ১০হাজার টাকা দাবী করে। বিষটি আফজাল হোসেনের সন্দেহ হলে তিনি তার বোন জামাই আব্দুর রাজ্জাককে সঙ্গে নিয়ে বগুড়া অফিসে খোজ খবর করে জানতে চান। কিন্ত শাহীন হোসেন নামের কোন পুলিশ সদস্য ডিবি পুলিশে না থাকার বিষয়টি নিশ্চিত হন।
[৪] পরে তিনি মোবাইল ফোনে ভূয়া ডিবি পুলিশের পরিচয় প্রদানকারী নূর মোহাম্মদকে ১০হাজার টাকা দেবার কথা বলে দেখা করতে বলেন।
পরে গতকাল ৩মে রবিবার সকাল ৮টায় নূর মোহাম্মদ গাবতলী এলাকার মহিষাবান এলাকায় আফজাল হোসেনের বাড়ীতে যান। এসময় আফজাল হোসেনের নিকট আত্বিয় নূর মোহাম্মদ এর নিকট তার পরিচয় পত্র দেখতে চান। এতে তিনি পরিচয় পত্র দেখাতে ব্যার্থ হলে লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। নূর মোহাম্মদ সাবেক আনসার সদষ্য বলে তার স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়।
[৫] আটক নূর মোহাম্মদ দীর্ঘ দিন যাবত বিভিন্ন স্থানে নিজেকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে অপকর্ম করে বেড়াতো বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। গতকাল রবিবার তাকে আদালতে সোপদ করা হয় ।
আপনার মতামত লিখুন :