সুজন কৈরী : [২] গত ২৯ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২ হাজার ৮৮৪ কয়েদিকে মুক্তি দেয়া সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু করে কারা কর্তৃপক্ষ।
[৩] কারা অধিদপ্তরের এআইজি (অ্যাডমিন) মঞ্জুর হোসেন বলেন, সরকার বিশেষ বিবেচনায় লঘু দণ্ডপ্রাপ্ত বন্দিদের মুক্তির সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে সিদ্ধান্ত কার্যকর করা শুরু হয়েছে। প্রথম ধাপে শনিবার ঢাকাসহ বিভিন্ন কারাগার থেকে ১৭০ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। দ্বিতীয় ধাপে রোববার ৩৮৫ জন বন্দিকে মুক্তি দিতে সংশ্লিষ্ট কারাগারগুলোতে নির্দেশনা পাঠানো হয়েছে।
[৪] এই কারা কর্মকর্তা বলেন, বিভিন্ন অপরাধে যাদের সাজা এক বছর এবং তার থেকে কম হয়েছে, তাদের জন্য এই আদেশ কার্যকর করা হচ্ছে। বাকি ২ হাজার ৩২৯ জন বন্দির তালিকা সংশ্লিষ্ট ডিআইজি অফিস হয়ে অধীনস্থ কারাগারগুলোতে যাবে। মুক্তির ক্ষেত্রে ভুলভ্রান্তি এড়াতে প্রক্রিয়াগত কারণে কিছু সময় লাগলেও শিগগির তালিকার বাকি বন্দিরা মুক্তি পাবে।
[৫] প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রথম ধাপে ৬ মাস থেকে এক বছর পর্যন্ত দণ্ডপ্রাপ্ত, দ্বিতীয় ধাপে তিন থেকে ছয় মাস ও তৃতীয় ধাপে তিন মাস পর্যন্ত দণ্ডপ্রাপ্ত বন্দিদের মুক্তি দিতে হবে।
[৬] কারা সূত্র জানায়, দেশের ৬৪ কারাগারে রোববার পর্যন্ত মোট ৮৮ হাজার ৭৭১ জন বন্দি রয়েছেন। এর মধ্যে ৮৫ হাজার ২২৫ জন পুরুষ ৩ হাজার ৫৪৬জন নারী বন্দি রয়েছেন। সম্পাদনা : শোভন দত্ত
আপনার মতামত লিখুন :