নজরুল ইসলাম : [৩] জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, তারা হ্যান্ড গ্লাভসও ক্রয়মূল্যর চেয়ে বেশি দামে বিক্রি করছিল।
[৪] হবিগঞ্জ সদরের বাণিজ্যিক এলাকায় মোদক ফার্মেসিকে ২০,০০০, মদিনা ফার্মেসিকে ৩০,০০০, ওরিয়েন্টাল ফার্মেসিকে ১০,০০০, যমুনা ফার্মেসসিকে ২০,০০০ ও মূল্যতালিকা না টানানোর কারণে চৌধুরী বাজারের মা এন্টারপ্রাইজকে ২,০০০ জরিমানা করা হয়।
[৫] রোববারের অভিযানে সহায়তা করেন জেলা বাজার কর্মকর্তা ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হবিগঞ্জ এর পরিচালক দেওয়ান মিয়া।