সুজন কৈরী: [২] জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে গড়ে তোলা পুলিশের বিশেষায়িত শাখা এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান। তিনি সদ্য অবসরে যাওয়া অতিরিক্ত আইজিপি মো. আবুল কাশেমের স্থলাভিষিক্ত হলেন।
[৩] রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
[৪] কামরুল আহসান এর আগে সিলেটে রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে পদোন্নতি দিয়ে নতুন এই দায়িত্ব দেয়া হয়েছে।
[৫] পুলিশের কার্যক্রমকে বেগবান করতে ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর ‘অ্যান্টি টেররিজম ইউনিট’ নামে নতুন পুলিশ ইউনিট গঠন করা হয়। গত বছরের শেষে ‘অ্যান্টি টেররিজম ইউনিট বিধিমালা-২০১৯’ প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে পুলিশ সদর দপ্তর। ইউনিটকে সারাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ সংক্রান্ত মামলার তদন্ত, আসামি গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ, ব্যবহৃত অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, জঙ্গি অর্থায়ন প্রতিরোধ, জঙ্গিবাদ ও উগ্রবাদী প্রচারণা প্রতিরোধসহ এ সংক্রান্ত সকল কার্যক্রম চালানোর ক্ষমতা দেয়া হয়েছে। আধুনিক প্রযুক্তি নির্ভর ও গোয়েন্দা তথ্যভিত্তিক একটি স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ শুরু করেছে সংস্থাটি।
[৬] নতুন দায়িত্ব পাওয়া অতিরিক্ত আইজিপি কামরুল আহসান সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন। পরে দীর্ঘ তিন বছরের বেশি সময় সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দুইবার পেয়েছেন পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম (সেবা)। এছাড়া দুইবার আইজি ব্যাজ অর্জন করেন।
আপনার মতামত লিখুন :