ইসমাঈল হুসাইন ইমু : [২] মেয়ে নবজাতক দুটি যমজ এবং মৃত অবস্থায় কেউ ফেলে গেছে বলে পুলিশের ধারণা। রোববার বেলা ১টার দিকে গুলশানের প্রগতি সরণির কোকাকোলা মোড় বারিধারা ওয়াল সংলগ্ন রাস্তা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।
[৩] গুলশান থানা পুলিশ জানায়, একটি বাজারের ব্যাগের ভেতর ছিল মৃতদেহ দুটি। তাদের বয়স হবে আনুমানিক ১দিন। মৃত অবস্থায় কেউ বাজারের ব্যাগে ভরে রাস্তার পাশে ফেলে গেছে। কে বা কারা এভাবে মৃতদেহ দুটি ফেলে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।