শিরোনাম
◈ জামায়াতের ২২ দফা প্রস্তাব সংস্কার কমিশনে ◈ ইসকন নেতা চিন্ময় গ্রেপ্তার, বিজেপি নেতা বললেন আমরা বিচলিত এবং চিন্তিত ◈ ছাত্রলীগকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করতে বললেন ওসি! (ভিডিও) ◈ ১৫২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে ◈ আ.লীগ প্রশ্নে জিরো টলারেন্সের সিদ্ধান্ত সব ছাত্র সংগঠনের (ভিডিও) ◈ নাগরিক কমিটিতে সারজিস-তুহিনসহ যুক্ত হলো ৪৫ জন ◈ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু ◈ ৫০০০ ডিম পাঠানো হলো সেন্ট মার্টিনে কুকুরের জন্য ◈ নতুন ডিসি নিয়োগে ফিট লিস্ট তৈরি হচ্ছে, আবার জেলা প্রশাসক বদলাবে সরকার ◈ ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা

প্রকাশিত : ০৩ মে, ২০২০, ০৪:৪০ সকাল
আপডেট : ০৩ মে, ২০২০, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবসর এবং সুস্থতা আল্লাহর বিশেষ দুটি নেয়ামত

ইসমাঈল আযহার: অবসর এবং সুস্থতা আল্লাহর বিশেষ নেয়ামত। কিন্তু মানুষ এই দুটি নেয়ামতের ব্যাপারে বেশি ধোঁকা খায়। হজরত ইবনে আব্বাস রা. হতে বর্ণিত, সারওয়ায়ে কায়েনাত (সা.) ইরশাদ করেছেন, দুটি নেয়ামত রয়েছে যেগুলো সম্পর্কে অধিকাংশ মানুষ ধোঁকা খায়। তা হলো, সুস্থতা এবং অপরটি অবসর’-(সহিহ বুখারি, হাদিস ৬৪২২)

অধিকাংশ মানুষ ধোঁকা খায় বলার অর্থ হলো, প্রথমত এই দুই নেয়ামত সাধারণত একসাথে লাভ হয় না। অনেক মানুষ সুস্থ, কিন্তু তার অবসর নেই। আবার অনেকে অবসর, কিন্তু সুস্থ নয়। আর কারও ভাগ্যে যদি উভয় নিয়ামতই জুটে যায় তবে এর প্রকৃত মূল্যায়ন খুব কম মানুষই করে থাকে; বরং অযথা কাজকর্মে এ দুই নেয়ামত নষ্ট হয়ে যায়।

হজরত আনাস রা. থেকে বর্ণিত, রাসূলে আকরাম সা. ইরশাদ করেন, আজান ও ইকামতের মাঝামাঝি সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তাহলে আমরা কিসের দোয়া করবো? নবীজি সা. ইরশাদ করেন, তোমরা দুনিয়া ও আখেরাতের শান্তি, নিরাপত্তা, স্বাস্থ্য, ও সুস্থতার জন্য দোয়া করবে।’-(সুনানে তিরমিজি, হাদিস ৩৫৯৪)

এবার নবীজির চাচা হজরত আব্বাস রা.-এর প্রতি নবীজির উপদেশবাণী লক্ষ করুন, তিনি ইরশাদ করেন, ‘হে আব্বাস! হে আল্লাহর রাসূলের চাচা! আপনি আল্লাহ তায়ালার নিকট দুনিয়া-আখেরাতের শাস্তি, নিরাপত্তা, স্বাস্থ্য ও সুস্থতা প্রার্থনা করুন।’-(সুনানে তিরমিজি, হাদিস ৩৫১৪)

হজরত ইবনে ওমর রা. হতে বর্ণিত, রাসূল সা. সর্বদা সকাল-বিকাল পড়তেন, ‘আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ওয়াল ফিদ-দুনয়া ওয়াল আখিরাতি’ অর্থ: ইয়া আল্লাহ! আমি আপনার নিকট দুনিয়া ও আখেরাতের সুস্থতা ও কল্যাণ প্রার্থনা করি।’-(সুনানে আবু দাউদ, হাদিস ৫০৭৪)

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়