শাহানুজ্জামান টিটু: [২] বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, মানুষ যেভাবে সংক্রমিত হচ্ছে তাতে কঠোর হওয়া প্রয়োজন। একই সঙ্গে যারা কর্মহীন হয়ে পড়ছেন তাদের বাড়িতে বাড়িতে নগদ অর্থ এবং খাদ্য পৌঁছে দিতে হবে। যাতে তারা ঘরে থাকতে পারে। এই ছুটি সার্থক হবে।
[৩] বিএনপির এ নেতা বলেন, আর যদি শুধু লকডাউন করেন ক্ষুধার তাড়নায় তারা বাইরে আসবেই। ছুটি বলেন, আর সাধারণ ছুটি বলেন আমাদের দেশের মানুষের মধ্যে একটা উৎসবের আমেজ মনে হয়। এটাকে ছুটি বললে হবে না। এটাকে লকডাউন অথবা গণকারফিউ বলতে হবে তাহলে হয়তো সেটা কার্যকর হবে।
[৪] তিনি বলেন, লকডাউন এর মধ্যে ছুটি রাখবেন আবার গার্মেন্টস, মিল ফ্যাক্টরি খোলা রাখবেন তাহলে তো হবে না। গার্মেন্টস কর্মীরা শতশত মাইল পায়ে হেঁটে ফ্যাক্টরিতে আসবে এটা অমানবিক কাজ। এটা যাতে না হয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
[৫] প্রিন্স বলেন, কৃষক ধানের দাম পাচ্ছে না এমন অভিযোগ করে ইমরান সালে প্রিন্স বলেন, সরকার ধানের মূল্য এখনো নির্ধারণ করেনি। কৃষক উৎপাদিত ধান এখন ৬০০ টাকা ৭০০ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছে। এমন অবস্থায় সরকার ধান কিনছে না। এর ফলে মধ্যস্বত্বভোগীরা কম দামে কৃষকের ধান কিনে নিচ্ছে। এতে কৃষক কিন্তু ধ্বংস হয়ে যাবে।
[৬] তিনি বলেন, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম। এটাও নিয়ন্ত্রণে আনতে হবে সরকারকে।
[৭] শনিবার প্রতিক্রিয়ায বিএনপির এই বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ কথা বলেন।
আপনার মতামত লিখুন :