শিরোনাম
◈ পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতের দুবাইয়ের ফ্ল্যাট ও ভিলা জব্দের আদেশ ◈ বিপিএলে আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ ◈ পরিচয় মিলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার গাছে ঝুলতে থাকা লাশের  ◈ ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন দেবেন ট্রাম্প ◈ বাণিজ্য মেলায় চড়া দামে খেতে হচ্ছে মানহীন খাবার ◈ বিদেশি মিশনে ভাতা বাড়ালো সরকার ◈ অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার সন্দেহভাজন সাজ্জাদকে ছেলে দাবি করলেন ঝালকাঠির রুহুল আমিন ◈ বিজিবি-বিএসএফ বৈঠক: কৃষক ছাড়া সীমান্তের ১৫০ গজের মধ্যে অন্য কারও না ঢোকার সিদ্ধান্ত ◈ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ ◈ শেখ হাসিনার ‘হেট স্পিচ’ প্রচার না করার আহ্বান চিফ প্রসিকিউটরের (ভিডিও)

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৭:৫৯ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোভা স্কটিয়ার হত্যাকাণ্ডের পর সব ধরনের আগ্নেয়াস্ত্র ও অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধ করলো কানাডা

লিহান লিমা:[২] নোভা স্কটিয়ায় এক বন্দুকধারীর অতর্কিত হামলায় ২২ জন নিহতের দুই সপ্তাহ পর ‘অ্যাসল্ট রাইফেল’ নিষিদ্ধ করার ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই নিষিদ্ধের তালিকায় থাকবে ১ হাজার ৫০০টির ও বেশি আগ্নেয়াস্ত্র ও বন্দুকের মডেল। দ্য গার্ডিয়ান, বিবিসি, টরেন্টো নিউজ

[৩]স্থানীয় সময় শুক্রবার সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, ‘এআর-১৫ দিয়ে আপনি হরিণ শিকার করতে যাবেন না। এই সব অস্ত্র শুধুমাত্র একটি উদ্দেশ্যেই বানানো হয়েছিলো, আর তা হলো স্বল্প সময়ে অগণিত মানুষকে হত্যা করা। এই ধরণের অস্ত্রের কানাডায় আর কোনো স্থান নেই। এখন থেকে কানাডার কোনো নাগরিক এআর-১৫ মডেলের কোনো অস্ত্র সঙ্গে রাখতে পারবে না। সেনাবাহিনীর ব্যবহারের জন্যও এ অস্ত্র দেশে ঢুকতে দেয়া হবে না। কানাডায় এখন থেকে আর এই ধরনের অস্ত্র ক্রয়, বিক্রি,সরবরাহ ও আমদানি করা যাবে না। এটি অচিরেই কার্যকর করা হবে। ইতোমধ্যেই অস্ত্রধারীদের এই আইন মানার জন্য দুই বছরের অন্তবর্তীকালীন সীমারেখা বেঁধে দেন ট্রুডো।

[৪]গত ১৮ ও ১৯ এপ্রিল বন্দুকধারী গ্যাব্রিয়েল ওর্টম্যান (৫১) নোভা স্কটিয়া এলাকায় এলোপাথাড়িভাবে বন্দুক চালাতে থাকেন। এই ঘটনায় নিহত হন ২২ জন। ১৯ এপ্রিল তাকে গ্রেপ্তার করে পুলিশ। নোভা স্কটিয়ার হামলার পর ট্রুডো জানান, তার সরকার অস্ত্র আইন কঠোর করবে।
[৫]২০১৮ সালে চালানো ‘স্মল আর্ম সার্র্ভে’তে দেখাা যায়, ব্যক্তিগত অস্ত্র রাখার তালিকায় শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতমো কানাডা। দেশটিতে প্রতি ১০০ জনের কাছে ৩৪.৭টি আগ্নেয়াস্ত্র রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে প্রতি ১০০ জনের কাছে রয়েছে ১২০টি আগ্নেয়াস্ত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়