শিরোনাম
◈ আওয়ামী সরকারের উৎখাতের কারণ উঠে এলো জাতিসংঘের প্রতিবেদনে ◈ তিন মাসে ২৫ হাজার ৬৯৫ কোটি টাকার সঞ্চয়পত্র ভেঙেছেন গ্রাহকেরা, কারণ কী ◈ ৪৫ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠালো মালয়েশিয়া ◈ শাজাহানপুরে বারো ঘন্টায় দোকানের খাজনা ১৮ হাজার টাকা ◈ এবার ভারতসহ যে ৪ দেশকে কঠোর হুমকি দিলেন ট্রাম্প! ◈ রাজশাহীগামী বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারের পর জামিনে ছাড়া পেয়েছেন তিন আসামি (ভিডিও) ◈ 'তারেক রহমান প্রধানমন্ত্রী, খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি', নেতাদের এমন মন্তব্যে যা জানালো বিএনপি (ভিডিও) ◈ ঢাকার কাঁধে আন্দোলনের চাপ, হাসিনার পতনের পর বিভিন্ন দাবিতে ঢাকায় ১৮০ আন্দোলন ◈ ‘গো ব্যাক চুপ্পু’ বিক্ষোভের মধ্যেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ◈ শিক্ষার্থীরা শিবিরের বিপক্ষে কথা বলতে ভীত-সন্ত্রস্ত, কখন না জানি রগ কেটে দেয় : ছাত্রদল সাধারণ সম্পাদক

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৬:০৫ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইইডিসিআর এর তথ্য সঠিক নয় : রিজভী

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আইইডিসিআর বলে সরকারের প্রতিষ্ঠান প্রতিদিন প্রেস ব্রিফিং করে তথ্য দেয়। এই তথ্য একটিও সঠিক নয়। ‌ বাংলাদেশ টেলিভিশন যে তথ্য দেয় একটাও সঠিক নয়। ‌করোনার সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে। আরো মানুষ এই ঊর্ধ্বগামী সংক্রমণের শিকার হচ্ছে। ‌কিন্তু এটা নিরাপদ করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

[৩] তিনি বলেন, প্রধানমন্ত্রী দুটি লাঠির উপরে হাঁটছেন। ‌ একটি তার দল আওয়ামী লীগ ও আরেকটি আমলাদের ওপর। নিজের দলের কাজ শুধু লুটেপুটে খাও আর একটা হচ্ছে আমলাতন্ত্র। ‌ এই আমলাতন্ত্র সরকারের সহযোগী সরকারের অদক্ষতা ও দুর্নীতিতে সম্পৃক্ত।

[৪] রিজভী বলেন, বলা হচ্ছে মাক্স চায়না থেকে নিয়ে আসা হয়েছে বিদেশ থেকে আনা হচ্ছে। কিন্তু শোনা যাচ্ছে এগুলো অত্যন্ত ত্রুটিপূর্ণ। ‌ এটা সম্পূর্ণ বোগাস। এগুলো কেরানীগঞ্জে তৈরি করে চায়নার নাম দেওয়া হচ্ছে। জবাবদিহি সরকার অগণতান্ত্রিক ও ভোটারবিহীন সরকার থাকলে এই ধরণের অন্যায় ও গণবিরোধী কাজগুলো তারা করতে পারে। ‌এগুলোর সঙ্গে মন্ত্রীদের ছেলেরা ও তাদের আত্মীয়-স্বজনরা জড়িত। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার।

[৫] রিজভী বলেন, সরকারি ব্যবস্থাপনায় অপ্রতুল মেডিকেল কলেজগুলোতে। যারা একটু প্রটেস্ট করছে সেখানকার কর্মকর্তাদের বরখাস্ত করা হচ্ছে। ‌ মুগদা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে বরখাস্ত করা হয়েছে। অনেক ডাক্তারকে বরখাস্ত করা হয়েছে অথচ সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, নার্স স্বাস্থ্যকর্মী এবং নিম্নআয়ের মানুষ আক্রান্ত হচ্ছেন। ‌

[৬] শনিবার সকালে ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন এর উদ্যোগে উত্তরখান থানায় ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়