সালেহ্ বিপ্লব : [২] করোনা পরিস্থিতিতে ঘরে আটকে থাকা মানুষকে সেবা দিতে এ মোবাইল শপ চালু করা হয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ড
[৩] প্রতিষ্ঠানের এ্যাসিসটেন্ট ম্যানেজার (ব্র্যান্ড এন্ড কমিউনিকেশনস) সাকায়েদ উল্লাহ জানান, বুধবার তারা এ কার্যক্রম শুরু করেছেন।
[৪] ধানমণ্ডির ৬টি পয়েন্টে সার্ভিস দিচ্ছে মীনা বাজারের মোবাইল ভ্যান। এর মধ্যে আবাহনী মাঠের পাশে সকাল ১০টা থেকে ১১টা, রবীন্দ্র সরোবর বেলা ১১টা থেকে ১২টা, সেন্ট্রাল রোডে আইডিয়াল স্কুলের কাছে বেলা ১টা থেকে ২টা, ধানমণ্ডি ১ নম্বরে বেলা ২টা থেকে ৩টা এবং ধানমণ্ডি ৪ নম্বরে বেলা ৩টা থেকে ৪টা দেখা মিলবে এ ভ্যানের।
[৫] ওই কর্মকর্তা আরো জানান, ভ্যানের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।
আপনার মতামত লিখুন :