মাজহারুল ইসলাম : [২] দুই সপ্তাহ আগে রাজধানী দোহার উত্তরে উম্মে সালাল এলাকার একটি মাঠে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য অস্থায়ী ওই হাসপাতালটি নির্মাণ করা হয়েছিলো। শুক্রবারের ঝড়ে হাসপাতালটি তছনছ হয়ে এর অনেক যন্ত্রপাতি উড়ে যায়। আরব নিউজের খবরে এ তথ্য জানানো হয়েছে।
[৩] সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ওই হাসপাতালটি ছাদ উড়ে গিয়ে একটি গাড়ির ওপর পড়েছে। লোকজন ঘটনাস্থল থেকে দৌঁড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। তবে ওই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কালেরকণ্ঠ, রাইজিংবিডি, পূর্বপশ্চিমবিডি
আপনার মতামত লিখুন :