আসিফুজ্জামান পৃথিল : [২] ৩০ বছর আগে নিজের স্টাফ সহকারী তারা রিডকে যৌন হেন্সথা করেছিলেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমান ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী তারা ক্রুজ। এমন অভিযোগ তুলেছেন তারা ক্রুজ নিজেই। বাইডেন এই অভিযোগ অস্বীকার করলেও বড় ধরণের বিপদেই পড়ে গেছেন। বিবিসি, সিএনএন, ফক্স
[৩] পরিস্থিতি বিপজ্জনক দিকে আগাচ্ছে। এমনকি দাবি উঠেছে যে বিশ্ববিদ্যালয় বাইডেনের সিনেট পেপার প্রসেস করেছে, তাদের আর্কাইভ থেকে নথিপত্র নিয়ে এসে যাচাই করার।
[৪] ইউনিভার্সিটি অব ডেলাওয়ার অবশ্য বলছে এসব সংবেদশীল কাগজ প্রকাশ করার কোনও সম্ভাবনা বা ইচ্ছা তাদের নেই। বাইডেন নিজেও এসব কাগজ প্রকাশের বিরোধীতা করছেন। কারণ এতে থাকা অন্য তথ্যগুলো তার রাজনৈতিক প্রতিপক্ষরা অসাধু উদ্দেশ্যে ব্যবহার করতে পারে।
[৫] বাইডেনের সঙ্গে চুক্তি অনুযায়ী এই কাগজগুলো এমনিতেও প্রকাশ করতে পারবে না বিশ্ববিদ্যালয়টি। তারা এটি শুধুমাত্র বাইডেনের প্রকাশ জীবন থেকে অবসরের দুই বছর পরেই করতে পারবে।
[৬] এদিকে বাইডেন একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ৩০ বছর আগে এ ধরণের কোনও ঘটনা ঘটেইনি। তিনি সবাইকে সিনেট আর্কাইভ ঘেটে জেনে নিতে বলেন তারা রিড সেসময় এরকম কোনও অভিযোগ করেছিলেন কিনা।
[৭] গত মাসে এই ঘটনার ভিত্তিতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন রিড। তিনি তখন বলেছিলেন, নিরাপত্তার কারণেই এতোদিন পর অভিযোগ করছেন তিনি।
আপনার মতামত লিখুন :