শিরোনাম
◈ ভারত ও পাকিস্তানের কাছ থেকে আয়োজক স্বত্ব আইসিসির কেড়ে নেয়া উচিত: রশিদ লতিফ ◈ অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিনটি দারুণ কাটোলো ওয়েস্ট ইন্ডিজ  ◈ যে কারণে বাংলাদেশকে লাখ লাখ ডলার জরিমানা দিতে হচ্ছে ◈ পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, হচ্ছে মামলা, বেশির ভাগই ভারতে অবস্থান করছেন ◈ আওয়ামী লীগ এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে : উপদেষ্টা নাহিদ ◈ ক্ষমতার ভারসাম্য, একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় : বিএনপির সংস্কার প্রস্তাব ◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৬:৪৪ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুয়া ডিবি আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি : [২] ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভুয়া ডিবি’র পরিচয়ে চাঁদাবাজি করার অপরাধে আজ শুক্রবার (১ মে) তিনযুবককে আটক করে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ। এদের বিরুদ্ধে ভয়ভীতি প্রর্দশন প্রতারণাসহ চাদাবাজির অভিযোগে আটককৃত তিন যুবকসহ মোট পাঁচজনের নাম উল্লেখ করে আরো ২/৩ জনের নামে অজ্ঞাতনামা আসামী করে মামলা করেছে পৌর শহরের ব্যবসায়ী বাদঁশা।

[৩] তারা হলেন, আটককৃত পৌর শহরের দক্ষিণ সন্দারই গ্রামের বেলালের ছেলে নয়ন আলী(২৬) মৃত লাল মিয়ার ছেলে রফিক হোসেন(২৮) রফিকের ছেলে মিলন হোসেন(৩০)। এছাড়ারাও পলাতক আসামীরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার সোহাগ হোসেন ও আতিকুল ইসলাম।

[৪] মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক(এস আই) আহসান হাবীব বলেন, সম্প্রতি ভুয়া ডিবি পরিচয়ে পৌর শহরের মহলবাড়ী গ্রামের বাদশার ছেলে হিমেলের কাছে এক রাতে মাদকের মামলায় ফাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে বাধ্য করে রাতারাতি এক লাখ চল্লিশ হাজার টাকা নেয় এই চক্রটি।

[৫] ঘটনাটি নিয়ে সন্দেহ হলে পরে হিমেলের বাবা বাদশা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে এবং তদন্ত সাপেক্ষে গত বৃহস্পতিবার(৩০ এপ্রিল) রাতে আটককৃত তিনযুবককে কৌশলে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদে কথাবার্তায় সন্দেহ হলে তাদের আটক করা হয়। পলাতক আসামীদেরও ধরার প্রক্রিয়া চলছে বলেও জানান তদন্তকারী কর্মকর্তা আহসান হাবীব।

[৬] হিমেলের বাবা বাঁদশা মুঠোফোনে জানান, আমার ছেলে পার্শ্ববতী হরিপুর উপজেলার যাদুরানী বাজারে ব্যবসায়ীক কাজে গেলে পথিমধ্যে নয়ন আলী আমার ছেলের সঙ্গ ধরে পরিকল্পিতভাবে ভুয়া ডিবির হাতে তুলে দিয়ে মাদকের মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে রাতারাতি আমার কাছে এক লাখ চল্লিশ হাজার টাকা নেয়। তবে ঘটনাটি সন্দেহজনক মনে হলে আমি থানার আশ্রয় নেই।

[৭] রাণীশংকৈল থানা পরির্দশক আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলায় হয়েছে। ঘ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়