রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন জামালখান ওয়ার্ডের হেমসেন লেইন এলাকায় অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে।
[৩] শুক্রবার (১ মে) ভোর রাতে, ৩১ হেমসেন লেনের সাজেদা ভিলায় এ চুরির ঘটনা ঘটে। চোরের দল গৃহকর্তীকে কোন ধরনের চেতনা নাশক কিছু স্প্রে করেছে বলেও ধারণা বাসার বাসিন্দাদের। গৃহকর্তা অনিন্দ্য কুমার পাল জানান, খাওয়া দাওয়া শেষে বাসার সবাই রাত একটার দিকে ঘুমাতে যায়। চুরি হওয়া ওই রুমে ছিলেন তার ৭০ বছর বয়েসী মা। সেই রুমের সাথে লাগানো বেলকনির বারান্দার গ্রিল বাঁকা করে চোরের দল বাসায় প্রবেশ করে আলমারি খুলে জিনিসপত্র নিয়ে যায়। তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠে আলমারি তছনছ দেখতে পান। তিনি জানান, আলমারি খুলে তছনছ করে এবং একটি ব্যাগে মার পাসাপোর্টসহ প্রয়োজনীয় কাগজ, স্বর্ণালঙ্কার ও টাকা ছিল। কিন্তু ব্যাগ থেকে সব কাগজপত্র বারান্দায় ফেলে রেখে চোরের দল চার ভরি অলঙ্কার, নগদ ২৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন সেট ও একটি ক্যামেরা নিয়ে যায় বলে জানান অনিন্দ্যে। আরো বলেন, পাশের বাসার সব দরজা বাইরে থেকে আটকিয়ে রেখেছিলো চোর । এলাকাবাসী জানায়, করোন ভাইরাসের কারণে সরকারি ছুটির পর থেকে হেমসেন লেইন এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে।
[৪] এদিকে ঘটনার পর কোতোয়ালী থানা পুলিশের একটি দল বাসাটি পরিদর্শন করে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ফোনে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :