শিরোনাম
◈ ডোমিনিকান প্রজাতন্ত্রে নৈশ ক্লাবের ছাদ ধসে নিহত ৪৪ ◈ চীনের ওপর শুল্ক বেড়ে ১০৪ শতাংশ, কার্যকর বুধবার থেকেই: হোয়াইট হাউজ ◈ আবেদন ছাড়াই রাজউক-এর প্লট নিয়েছেন সায়মা ওয়াজেদ ◈ হারের বৃত্তে বন্দি হয়ে আছে চেন্নাই সুপার কিংস, হেরেছে ১৮ রানের ব্যবধানে ◈ বাংলাদেশে ফিনল্যান্ডের দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার ◈ আওয়ামী লীগের সাবেক এমপি বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার ◈ দেশের ১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ ◈ কারামুক্ত সাবেক এমপি আজিজকে মারধর (ভিডিও) ◈ বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার দেবে এনডিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে পাকিস্তান এ’ দলকে ১৬৭ রা‌নে হারা‌লো  বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৪:১৮ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা গজব নয়, প্রাকৃতিক দূর্যোগ, ফেসবুকে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমদ

জেরিন আহমেদ: [২] সম্প্রতি মহামরি করোনা নিয়ে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমদ এর একটি বিশেষ এর লেখা সবার নজর কারে। তাঁর লেখাটি হুবহু তুলে ধরা হলো।

[৩] করোনা নিয়ে আমি লিখতে চাইনি। কিন্তু আকাশলীনার আনোয়ার বারী পিন্টু সাহেব এমন নাছোড়বান্দা যে, না লিখে শেষ পর্যন্ত পারলাম না।

[৪] করোনার মতো একটি বিপদজনক ভাইরাস নিয়ে এতো বেশি পোস্ট, এতো ট্রল, এতো গুজব, এতো ফানি পোস্ট হয়েছে যে, আমায়, খুব খারাপ লেগেছে। আকাশলীনা একটি উদ্যেগ নিয়েছে যে, করোনার সচেতনতা মূলক কথা প্রচার করবে। এজন্যই আমার কথাগুলো বলা। করোনা নিয়ে ফেইসবুকে অনেক নব্য মুসলিম তৈরি হয়েছে।

[৫] যে কোনোদিন নামাজ পড়েনি সেও করোনার সাথে আল্লাহ তাআ'লাকে জড়িয়ে পোস্ট দিচ্ছে। এতে এই ধারনা হতে পারে যে, আল্লাহ আমাদের উপর এই গজব নাযিল করেছে। কিন্তু আমার বিশ্বাস এটা ঠিক না। আমরা যারা পাপী মানুষ আছি তারা ছাড়াও সারা পৃথিবীতে অনেক পূ্ণ্যবান ভালো মানুষও আছে।

[৬] অনেক নামাজী মানুষ আছে,  অনেক মুসলিম আছে, তাদের আল্লাহ গজব দেয়ার কোন প্রশ্নই উঠতে পারে না। মহান আল্লাহতার বান্দাদের গজব দিতে পারে এটা বিশ্বাস করি না। আল্লাহ রাহমানুর রাহিম। আমার মতে করোনাভাইরাস একটি প্রাকৃতিক দুর্যোগ। যুগে যুগে এরকম অনেক প্রাকৃতিক দুর্যোগ এসেছে। ভাইরাস থেকে শুরু করে মহামারী, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, সুনামি, উল্কাপতন এরকম অনেক প্রাকৃতিক দুর্যোগ এসেছে। মূর্খরা বলবে গজব। যেমন প্রকৃতি বাতাস দেয়, মেঘ উড়ে বেড়ায় নীল আকাশে, নদী কুল কুল রবে বয়ে যায়, চাঁদ ওঠে সূর্য ডোবে, শীত আসে

[৭] বসন্ত গ্রীষ্ম আসে, গাছে ফুল ফল হয় তেমনি প্রাকৃতিক নিয়মের কোনো ব্যতিক্রম হলে দূর্যোগ আসে। এর আগে ইবেলা এসেছিলো। একসময় যক্ষ্মা, কলেরা, ম্যালেরিয়া মহামারী ছিলো। এখন এসব ভয়ংকর কিছু না। এসবের ঔষধ বের করেছে গবেষকরা। একদিন করোনারও ঔষধ বের হয়ে যাবে।

[৮] এ ঔষধ মসজিদের কোনো মাওলানা বের করবে না। কোন গির্জার পাদ্রি, কিংবা মন্দিরের কোন পুরোহিত, ঠাকুর বের করবে না।  কোনো সেনাপ্রধান, পরাক্রমশালী রাষ্ট্রের কোনো নেতা বা পৃথিবীর সবচেয়ে ধনী কোন ব্যক্তি এ ঔষধ বের করবে না। এটা বের করবে একদল বা একজন গবেষক ডাক্তার। সে হতে পারে অন্য কোনো ধর্মের। কিন্তু তার ঔষধ খেয়ে সব ধর্মের মানুষ সুস্থ হবে।

[৯] করোনা আমাদের মাঝে এ বিষয় জাগ্রত করেছে যে, ধনী, গরীব, ধর্ম, বর্ণ, বলে কোন ভেদাভেদ নেই। মানুষের মাঝে অহংকারের কিছু নেই। সব অহংকার একমাত্র স্রষ্টার। আপনারা সবাই ঘরে থাকুন। ভালো থাকুন। স্রষ্টার উপর বিশ্বাস রাখুন। তিনি এই ভয়ংকর ভাইরাস থেকে আমাদের রক্ষা করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়