শিরোনাম
◈ কত টাকা বেতন পাবেন এমপিওভুক্ত দেড় হাজার এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা? ◈ জুলাই গণহত্যার মামলা আইসিসিতে পাঠানোর পরামর্শ টবি ক্যাডম্যানের ◈ কারা থাকছেন এমপিদের ‘ন্যাম ভবনে’  ◈ এএসপি পদে পদোন্নতি পেলেন ১৪ পুলিশ পরিদর্শক ◈ স্ত্রী-কন্যাসহ খায়রুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ◈ ইরান একের পর এক নতুন অস্ত্র প্রদর্শন করছে , নিচ্ছে কঠোর প্রস্তুতি ◈ ট্রাম্পের ‘লাস্ট ওয়ার্নিং’ এর তীব্র প্রতিক্রিয়ায় যা বলল হামাস! ◈ ফেব্রুয়ারিতে রেমিট্যান্স সবচেয়ে বেশি এসেছে যেসব দেশ থেকে, যা জানাগেল ◈ এনআইডি সেবা নিয়ে দোটানায় সরকার ◈ যে কারণে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না বদরুদ্দীন উমর

প্রকাশিত : ০১ মে, ২০২০, ১১:১১ দুপুর
আপডেট : ০১ মে, ২০২০, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিনেতা হুমায়ুন ফরীদির চশমা, তাহসানের ‘ঈর্ষা’ গানের লিরিক্স বিক্রি সাড়ে ৭ লাখ টাকায়

আরিফ হোসন: [২] নিলামে উঠতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা হুমায়ুন ফরীদির সবচেয়ে বহুল ব্যবহৃত চশমা। এর আগে নিলামে উঠে কণ্ঠশিল্পী তাহসান খানের প্রথম অ্যালবামের ডেট টেপ ও ঈর্ষা গানের হাতে লেখা লিরিক্সের পৃষ্ঠা। যা থেকে প্রাপ্ত সাড়ে সাত লাখ টাকা দিয়ে অসহায়দের সহায়তা করবে বেসরকারি সংস্থা ব্র্যাক। নিউজ২৪

[৩] বিশ্বব্যাপী মহামারি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। বাংলাদেশেও এ মিছিল লম্বা হচ্ছে দিনে দিনে। দেশের বিভিন্ন জেলায় লকডাউন ঘোষণা করায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। তাঁদের সহায়তায় এগিয়ে আসছেন তারকারা।

[৪] করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী এক আয়োজন করেছে দাতব্য সংস্থা ‘অকশন ফর অ্যাকশন’। দেশের জনপ্রিয় তারকাদের ব্যবহৃত জিনিস নিলামে তুলে অর্থ সংগ্রহ করে সেই অর্থ তারকার পছন্দের প্রতিষ্ঠানে অনুদান হিসাবে দিচ্ছেন তারা।

[৫] করোনা কালীন এই সংকট মোকাবিলায় গায়ক তাহসান রহমান খানের প্রথম অ্যালবাম ‘কথোপকথন’এর মাস্টার ক্যাসেট ও ‘ঈর্ষা’ গান লেখার কাগজটি নিলামে তোলেন তারা। যা বিক্রি হয়েছে সাড়ে সাত লাখ টাকায়। এই অর্থ দেওয়া হবে স্যার ফজলে হাসান আবেদ ফাউন্ডেশনে, যা দিয়ে অসহায় তিন হাজার মানুষকে এক মাস খাওয়াবে ব্র্যাক।

[৬] সাড়ে সাত লাখ টাকা দিয়ে প্রিয় শিল্পীর ক্যাসেট ও গান লেখার কাগজটি কিনেছেন আমিন হাসান নামে এক তাহসান ভক্ত। তাহসানের পর এবার নিলামে তোলা হচ্ছে বাংলা চলচ্চিত্রের প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীর ব্যবহৃত শেষ চশমাটি। যার মূল্য ধরা হয়েছে এক লাখ টাকা। ‘অকশন ফর অ্যাকশন’ নামের ফেসবুক পেজ থেকে পরিচালিত হবে এই নিলাম।

[৭] অকশন ফর অ্যাকশন, পেজের মাধ্যমে নিলামে তোলা হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের গত বিশ্বকাপ মাতানো ব্যাটটি। ২০ লাখ টাকায় বিক্রি হওয়া টাকা দিয়ে সাকিব আল হাসান ফাউন্ডেশন সাহায্য করছে অসহায়দের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়