শিরোনাম
◈ জুনের মধ্যেই একসঙ্গে করা সম্ভব পাঁচ স্থানীয় নির্বাচন: সংস্কার কমিশনের সুপারিশ ◈ ঝিনাইদহে তিন জনকে হত্যা ও 'চরমপন্থি দলের দায় স্বীকার' নিয়ে ধোঁয়াশা ◈ নিজ জমির মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে: প্রধান নির্বাচন কমিশনার ◈ সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের রাজনীতিতে আসার আহ্বান সারজিস আলমের (ভিডিও) ◈ এসব অপমানজনক কথায় আমি ভয় পাই যতোটা, মন খারাপ হয় তারচেয়ে বেশি: আসিফ নজরুল ◈ কী বার্তা দিচ্ছে আখতারের ফেসবুক পোস্ট  ◈ বিবিসিকে তিন লাখ ৯৮ হাজার মার্কিন ডলার জরিমানা ◈ মাস্কের ছেলের কাণ্ডে ডেস্কই সরিয়ে ফেললেন ট্রাম্প! (ভিডিও) ◈ ইংলিসের শতকে রানের রেকর্ড গড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেলো অস্ট্রেলিয়া ◈ মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার (ভিডিও)

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০২:০২ রাত
আপডেট : ০১ মে, ২০২০, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরে থেকে কাজ করার অন্ধকার দিক হচ্ছে একাকীত্ব

রাশিদ রিয়াজ : [২] এক মাসেরও বেশি সময় করোনা লকডাউনে অনেকে ঘরে বসে কাজ করছেন। কিন্তু তারা হাপিয়ে উঠছেন কারণ মানুষ সামাজিক জীব। সামাজিক দূরত্ব তার সইছে না। সিএনএন

[৩] যুক্তরাষ্ট্রের লেখক বেন ফ্যানিং বলছেন অফিসে মুখোমুখি বসে কাজ করার যে অভিজ্ঞতা বিনিমনেয়র সুযোগ বা বৈঠকে তা অনেকটা মিলছে না ঘরে। বরং হঠাৎ করেই ঘরবন্দী হয়ে ওঠায় অনেক ঝুঁকি দেখা দিয়েছে। এর মধ্যে সীমিত সংযোগ একটি।

[৪] ঘরে বসে কাজ করার সময় চারপাশে আপনার ছেলেমেয়ে বা সঙ্গী কিংবা সঙ্গীনি ঘোরাফেরা করলেও অফিসের কলিগের অভাব সুস্পষ্ট হয়ে উঠছে। গবেষণা বলছে একধরনের নিঃসঙ্গতা এসে ভর করায় দক্ষতা কমছে।

[৫] ব্যবস্থাপকের অধ্যাপক সিগাল বারসাদির মতে যত নিঃসঙ্গ বোধ করবেন তা আপনার কাজের গতিকে তত কমিয়ে দেবে। বরং আপনার প্রতিষ্ঠানের কাছে আপনি কম প্রয়োজনীয় বলে মনে হবে।

[৬] গবেষকরা বলছেন একাকীত্ব সামাজিকভাবে আপনাকে অধিক সজাগ করে তোলে। সামাজিক দক্ষতাও হ্রাস করে।

[৭] অধ্যাপক হাকান ওজসেলিক বলেন নিঃসঙ্গতায় মানুষ ব্যক্তিগত তথ্য হয় বেশি অথবা কম প্রকাশ করতে পারে। তার কলিগদের কাছ থেকে দূরে থাকায় ধারাবাহিকভাবে তিনি কম প্রয়োজনীয় মনে হতে পারেন।

[৮] ঘরে বসে কাজ করায় পৃথকভাবে কলিগদের সঙ্গে কথা বলা সম্ভব হয় না। নিঃসঙ্গ ব্যক্তিরা নেতিবাচক বিষয়গুলো নিয়ে বেশি ভাবেন ও ইতিবাচক দিকগুলো উপেক্ষা করেন। চারপাশ সহজে অন্ধকারময় হয়ে ওঠে যা অন্য কারো সঙ্গে ব্যাখ্যার সুযোগ পাওয়া যায় না।

[৯] নিঃসঙ্গতা কোনো বৈশিষ্ট নয় এটি বরং সামাজিকভাবে মেলামেশার ক্ষুধা সৃষ্টি হয় যা পূরণ করা সম্ভব হয়ে ওঠে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়