শিরোনাম
◈ পাকিস্তান দলের দরজা সবসময় খোলা ফখর জামানের জন্য ◈ শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, দুই আসামি কারাগারে   ◈ থানা হবে নগরবাসীর জন্য পুলিশের সার্ভিস সেন্টার- নবনিযুক্ত  ডিএমপি কমিশনার ◈ হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে ◈ আজ ঢাকায় আসছেন মার্কিন শ্রম প্রতিনিধি দল ◈ গুমের অভিযোগে ২৪ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ ◈ ভারতীয় প্রতিষ্ঠান কাছ থেকে ৫০ হাজার টন চাল আমদানি করবে সরকার ◈ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি থাকবে যতদিন ◈ বাংলাদেশে মানবাধিকার সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র ◈ ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০২:০২ রাত
আপডেট : ০১ মে, ২০২০, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরে থেকে কাজ করার অন্ধকার দিক হচ্ছে একাকীত্ব

রাশিদ রিয়াজ : [২] এক মাসেরও বেশি সময় করোনা লকডাউনে অনেকে ঘরে বসে কাজ করছেন। কিন্তু তারা হাপিয়ে উঠছেন কারণ মানুষ সামাজিক জীব। সামাজিক দূরত্ব তার সইছে না। সিএনএন

[৩] যুক্তরাষ্ট্রের লেখক বেন ফ্যানিং বলছেন অফিসে মুখোমুখি বসে কাজ করার যে অভিজ্ঞতা বিনিমনেয়র সুযোগ বা বৈঠকে তা অনেকটা মিলছে না ঘরে। বরং হঠাৎ করেই ঘরবন্দী হয়ে ওঠায় অনেক ঝুঁকি দেখা দিয়েছে। এর মধ্যে সীমিত সংযোগ একটি।

[৪] ঘরে বসে কাজ করার সময় চারপাশে আপনার ছেলেমেয়ে বা সঙ্গী কিংবা সঙ্গীনি ঘোরাফেরা করলেও অফিসের কলিগের অভাব সুস্পষ্ট হয়ে উঠছে। গবেষণা বলছে একধরনের নিঃসঙ্গতা এসে ভর করায় দক্ষতা কমছে।

[৫] ব্যবস্থাপকের অধ্যাপক সিগাল বারসাদির মতে যত নিঃসঙ্গ বোধ করবেন তা আপনার কাজের গতিকে তত কমিয়ে দেবে। বরং আপনার প্রতিষ্ঠানের কাছে আপনি কম প্রয়োজনীয় বলে মনে হবে।

[৬] গবেষকরা বলছেন একাকীত্ব সামাজিকভাবে আপনাকে অধিক সজাগ করে তোলে। সামাজিক দক্ষতাও হ্রাস করে।

[৭] অধ্যাপক হাকান ওজসেলিক বলেন নিঃসঙ্গতায় মানুষ ব্যক্তিগত তথ্য হয় বেশি অথবা কম প্রকাশ করতে পারে। তার কলিগদের কাছ থেকে দূরে থাকায় ধারাবাহিকভাবে তিনি কম প্রয়োজনীয় মনে হতে পারেন।

[৮] ঘরে বসে কাজ করায় পৃথকভাবে কলিগদের সঙ্গে কথা বলা সম্ভব হয় না। নিঃসঙ্গ ব্যক্তিরা নেতিবাচক বিষয়গুলো নিয়ে বেশি ভাবেন ও ইতিবাচক দিকগুলো উপেক্ষা করেন। চারপাশ সহজে অন্ধকারময় হয়ে ওঠে যা অন্য কারো সঙ্গে ব্যাখ্যার সুযোগ পাওয়া যায় না।

[৯] নিঃসঙ্গতা কোনো বৈশিষ্ট নয় এটি বরং সামাজিকভাবে মেলামেশার ক্ষুধা সৃষ্টি হয় যা পূরণ করা সম্ভব হয়ে ওঠে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়