নজরুল ইসলাম : [৩] জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই ঘোষণা দেন।
[৪] তিনি জানান, সিংগাইর উপজেলার জামশা, চারিগ্রাম, বলধারা, বাঙ্গালা বাজার ও সদর উপজেলার বরুন্ডি, বালিরটেক ও মিতরা বাজারে চাল, ডাল ও আদা বিক্রির মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে রোহান স্টোরকে ২০০০, বাদল স্টোরকে ১০০০, সায়েদ স্টোরকে ৩০০০, রহিমা স্টোরকে ৫০০০ ও মাস্টার স্টোরকে ১০০০ টাকা করে জরিমানা করা হয়।
[৫] ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এসব জরিমানা করা হয়।
আপনার মতামত লিখুন :