শিরোনাম
◈ টানা ৯ দিনের ছুটি শেষে সরকারি অফিস ব্যাংক বিমা আদালত খুলছে আজ ◈ ড. ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা, ব্যাখ্যায় যা বলেছেন সারজিস আলম ◈ রোহিঙ্গা প্রত্যাবাসন, মিয়ানমারের সামরিক জান্তার নতুন কৌশল? ◈ শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৫ ◈ হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তানসহ যেসব দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের ◈ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ◈ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রস্তাবে মোদি নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি: শফিকুল আলম ◈ মার্কিন শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই: খলিলুর রহমান ◈ গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে : সালাউদ্দিন  ◈ প্রধান উপদেষ্টা সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন জানালেন বানিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০৪:০০ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় নকল পণ্য তৈরীর কারখানা সিলগালা, জরিমানা

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : [২] ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামে একটি নকল পণ্য তৈরির কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এখানেই ভেজাল মিশ্রিত করে বিভিন্ন জাতের ফলের জুস, সয়াবিন তেলসহ ব্যবহার্য
বিভিন্ন পণ্য তৈরি করে বাজারজাত করা হতো।

[৩] গোপন সংবাদের ভিত্তিতে খবর জানতে পেয়ে প্রশাসন সিলগালা করে দিলো ওই নকল পণ্যের তৈরীর কারখানা। বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

[৪] এসময় কারখানাটিকে সিলগালা করে মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। পরে কারখানার ৩টি গোডাউন থেকে বিপুল পরিমান নকল মাল্টার জুস, সয়াবিন তেল, চা পাতাসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

[৫] অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই কারখানায় গিয়ে অভিযান চালানো হয়। পরে মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা এবং কারখানাটিকে সিলগালা করে দেয়া হয়েছে। অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্যসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়