আব্দুল্লাহ মামুন: [২] ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন এবং অনুপ্রাণ বিভাগের অধ্যাপক মামুন আহমেদ বলেন, গুনগতমান রক্ষা করতে স্বীকৃত পদ্ধতি অনুসরন করা এবং অনুমোদিত কিট ব্যবহার করা গুরত্বপূর্ণ।
[৩] তিনি বলেন, কোভিড -১৯ এর একাধিক সাবটাইপ আছে। এমন কিট ব্যবহার করতে হবে যা অধিকাংশ সাবটাইপ শনাক্ত করতে সক্ষম। তাই যে কোন কিট যথাযথ মান নির্ধারণ করার পরই কেবল ব্যবহার করা যেতে পারে।
[৪] মামুন আহমেদ বলেন, যে সব কিট এফডিএ এবং সিই অনুমদিত আইভিডি এবং একই সঙ্গে তিনটি জিন (এন, ই এবং আরডিআরপি) শনাক্ত করতে সক্ষম সেগুলোই বাংলাদেশের জন্য সবচেয়ে উপযুক্ত।
[৫] তিনি আরও বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরিবহন এবং সংগৃহীত নমুনা থেকে আরএনএ পৃথক করার স্বীকৃত পদ্ধতি অনুসরণ অপরিহার্য।
আপনার মতামত লিখুন :