মুসা আহমেদ: [২] নিজ প্রতিষ্ঠানের কর্মীদের করোনা নির্ণয় করতে যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত চীনা কোম্পানির কাছ থেকে থার্মাল ক্যামেরা কিনেছে ই-কমার্স প্রতিষ্ঠান। এসব থার্মাল ক্যামেরা দিয়েই চীনের উইগুর মুসলিমদের নিয়ন্ত্রণ ও নির্যাতন করা হতো বলে বুধবার জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স। রয়টার্স
[৩] এক উইগুর মুসলিম রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জানান, এ মাসেই অনলাইন বাণিজ্যিক প্রতিষ্ঠান অ্যামাজনকে ১৫০০ ক্যামেরা পাঠিয়েছে চীনের জিজিয়াঙ্গ দাহুয়া টেকনোলজি কোম্পানি। যারা মূল্য দাঁড়িয়েছে ১০ মিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রে এই কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠান থেকে এরইমধ্যে অন্তত ৫০০ সরঞ্জম ব্যবহার করছে অ্যামাজন।
[৪] এ বিষয়ে যুক্তরাষ্ট্রের শিল্প নিরাপত্তা ব্যুরো জানিয়েছে, কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোতে যেকোন ধরনের লেনদেনের ক্ষেত্রে লাল পতাকা বহন করে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে চীনের এসব প্রতিষ্ঠান থেকে সতর্কতার সঙ্গে লেনদেন সম্পন্ন করা উচিত। তবে ব্যুরোর এমন মন্তব্যের ব্যাপক সমালোচনা করে দাহুয়া।
[৫] থার্মাল ক্যামেরার বিষয়ে সতর্ক করে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন জানায়, এ ধরনের ডিভাইস জ্বর নির্ণয় করতে পুরোপুরি কার্যকরী নয়। যেকারণে দাহুয়ার এ ডিভাইসকে অনুমোদন দেয়নি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
[৬] গেলো বছর যুক্তরাষ্ট্রের বৈদেশিক স্বার্থবিরোধী কার্যক্রমে অংশ নেয়ায় দাহুয়াসহ আরো ৭টি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে ট্রাম্প প্রশাসন।
আপনার মতামত লিখুন :