শিরোনাম
◈ পুলিশের সাবেক ২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল ◈ আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের উদ্যোগ নেবে তারা গণশত্রু: হাসনাত আবদুল্লাহ ◈ বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় কমনওয়েলথ ◈ আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব : আইন উপদেষ্টা ◈ শেখ হাসিনার কাছে জবাব চান, কেন কিছু না বলে পালালেন: আইন উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্বল ব্যাংক বন্ধ হবে কিনা, জানালেন অর্থ উপদেষ্টা ◈ মুরাদের হ্যাটট্রিক, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ড্র ◈ পর্তুগালকে রুখে দিলো ক্রোয়েশিয়া, স্পেনের কষ্টার্জিত জয় ◈ পাকিস্তানের রিজওয়ানের গ্লাভস ও জার্সি সিডনির জাদুঘরে ◈ আয়ারল্যান্ডের বিরুদ্ধে পূর্ণ শক্তির বাংলাদেশ নারী দল ঘোষণা

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৭:০৩ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাড়ছে চলাচল, ভাঙছে সামাজিক দূরত্ব

বিপ্লব বিশ্বাস : [২] করোনাভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ ঠেকাতে চলমান রয়েছে সাধারণ ছুটি। তবে জরুরি প্রয়োজনে প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। ফলে প্রতিনিয়তই রাস্তায় মানুষের চলাচল বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে যানবাহনের সংখ্যা। এতে ক‌রোনা পরিস্থিতি আ‌রো অবনতির শঙ্কা বিরাজ কর‌ছে, বাড়‌ছে আতঙ্ক। দেশে স‌র্বো‌শেষ নতুন করে

[৩] করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫৪৯ জন। এটি এক দিনে সর্বোচ্চ।এর মধ্য দিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা ৬ হাজার ছাড়ি‌য়ে‌ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

[৪] রাজধানী ঘুরে বিভিন্ন সহকর্মী ও সজনদের তথ্যনুযায়ী জানা যায়,বিভিন্ন বাজারে বেড়েছে বেকারের সংখ্যা। মানুষের চলচলের সা‌থে সা‌থে বে‌ড়ে‌ছে যানবাহ‌নের সংখ্যা। বেলা বাড়ার সা‌থে সা‌থে নিত্যপ‌ণ্যের দোকানগু‌লো‌তে বাড়‌তে থা‌কে ভিড়। সামা‌জিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও ক্রেতা বি‌ক্রেতা কেউ মান‌ছেনা। সকাল থে‌কেই রাজধানীর নিউমা‌র্কেট কাচা ব‌াজার এলাকায় মানু‌ষের ভিড়। বৃ‌ষ্টি উ‌পেক্ষা ক‌রে বাজার করতে আস‌ছেন মানুষ।

[৫] কাওরান বাজার, হা‌তিরপুল, যাত্রাবা‌ড়িসহ বড় বড় বাজা‌রে। প্র‌ত্যেক জায়গা‌তে মানু‌ষের ভিড়। কম‌ছে স‌চেতনতা, ভে‌ঙে প‌ড়ে‌ছে সামা‌জিক দূরত্ব। এদি‌কে রাজধানীর বি‌ভিন্ন এলাকায় বে‌ড়ে‌ছে যান চলাচল। ব্য‌ক্তিগত গা‌ড়ির পাশাপা‌শি বে‌ড়ে‌ছে রিক্সা ও সিএন‌জির সংখ্যা। রাস্তায় দেখা মিল‌ছে কিছু চুক্তি‌ভি‌ত্তিক বাইক।

[৬] মহাখালী ও গুলশান এলাকায় প্রাইভেট কার, ট্রাক-পিকআপ, অটোরিকশা ও রিকশার সরব উপস্থিতি ছিল। নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক ট্রাফিক উত্তর বিভাগের (মহাখালী জোন) এক কর্মকর্তা বলেন, যে‌তেতু বেশ কিছু অ‌ফিস আদালত খ‌ু‌লে‌ছে সে‌হেতু যান চলাচল বাড়‌বে সেটাই স্বাভা‌বিক। কিছু প্রাইভেট কার, মাইক্রো ও পণ্য পরিবহনের জন্য ট্রাক যাতায়াত করছে। তবে বর্তমান পরিস্থিতিতে মানুষ বাইরে যত কম বের হবে ততই সবার জন্য মঙ্গলজনক।

[৭]নীত‌ক্ষেত মোড়ে একসঙ্গে বসে ছিল ১০ জনেরও বেশি মানুষ। তাদের বেশির ভাগই আবার নারী। সার্বিক [৮]বিষয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের সাবেক এক বৈজ্ঞানিক কর্মকর্তা জান‌ান, জনস্বাস্থ্যকে গুরুত্ব দিয়েই অর্থনৈতিক কর্মকাণ্ড চালাতে হবে। কিন্তু এই মুহূর্তে জরুরি হচ্ছে সামাজিক দূরত্ব নিশ্চিত করা। এটি ক্রেতা–বিক্রেতা বা জনসাধারণ সবাইকে মানতে হবে, মানাতে হবে। আর তা নিশ্চিত করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সিটি করপোরেশন। বাজারে সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়টি নিশ্চিত করা না গেলে সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়