ইসমাঈল আযহার: [২] জেরুজালেম ইসলামিক কাউন্সিলের সভাপতি ও আল আকসা মসজিদের ইমাম শাইখ ইকরিমা সাবরির বাড়িতে সোমবার (২৭ এপ্রিল) ইসরাইলেলি সেনারা জোড় করে ঢুকে পড়ে এবং বিভিন্ন হুকমি দেয়। কুদস নিউজ
[৩] তিনি জানান, আল আকসা মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেওয়া নিয়ে ইসরাইলের অভিপ্রায় সম্পর্কে মন্তব্য করার কয়েক ঘন্টার পরই এই ঘটনা ঘটে।
[৪] এর আগে, করোনাভাইরাস বিস্তার রোধে আল আকসা মসজিদ বন্ধ ঘোষণা করা হয়। ১৭ এপ্রিল সেখানকার মুসলিম নেতারা এই সিদ্ধান্ত নিয়েছিলো।
[৫] ফিলিস্তিনে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৪২ জন। এটিতে মারা গেছে ২ জন এবং সুস্থ হয়েছে ৮৩ জন। ওয়াল্ড মেটার ইনফো