মুসফিরাহ হাবীব: [২] তার কান্ডজ্ঞান নিয়ে প্রশ্ন উঠেছিল। করোনাভাইরাসের হটস্পট ব্রিটেন থেকে ঘুরে এসে, মুম্বাই-লখনউ করে বেড়িয়েছেন। কোয়ারান্টাইনে থাকেননি। করোনাভাইরাস পরীক্ষায় ফল আসে পজিটিভ। ২১ দিন আগেই হাসপাতাল থেকে বাড়ি ফেরেন বেবি ডল খ্যাত বলিউড গায়িকা কণিকা কাপুর। এবার করোনা আক্রান্ত অন্যদের চিকিত্সায় প্লাজমাদানে আগ্রহী হলেন তিনি।
[৩] শুধু মুখে আগ্রহ প্রকাশ নয়, জানা গেছে, কনিকা তার প্লাজমার নমুনাও লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতে পরীক্ষার জন্য জমা দিয়েছেন। এই ইউনিভার্সিটির ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান জানান, কণিকা কাপুর প্লাজমা দানে আগ্রহ দেখানোয় তাকে হাসপাতালে ডাকা হয়েছিল। তিনি এসে ইতোমধ্যে রক্তের নমুনা দিয়ে গেছেন। রক্ত পরীক্ষায় যদি দেখা যায় সবকিছু ঠিকঠাক রয়েছে, তা হলে সোমবার রাতেই বা মঙ্গলবার সকালে তিনি এসে প্লাজমা ডোনেট করবেন।
[৪] এখন পর্যন্ত কোভিড-১৯ থেকে সেরে ওঠা তিন জনের কাছ থেকে প্লাজমা নিয়েছে কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি। এই তিন জনই সেখানে চিকিত্সাধীন ছিলেন। এই প্লাজমা দাতাদের একজন করোনা থেকে সুস্থ হয়ে ওঠা কানাডার এক নারী ডাক্তার। করোনাভাইরাসের ওষুধ এখনো আবিষ্কৃত হয়নি, কিন্তু প্লাজমা থেরাপি যথেষ্ট কাজ দিচ্ছে।
[৫] সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা রোগীদের শরীরের অ্যান্টিবডি বা প্রোটিন করোনাভাইরাস প্রতিরোধ করছে। সুস্থ হয়ে যাওয়া রোগীর রক্ত ও প্লাজমা অসুস্থের শরীরে প্রবেশ করিয়ে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। দিল্লিতে এই চিকিৎসাপদ্ধতি এতটাই সাড়া ফেলেছে যে মুখ্যমন্ত্রী দুদিন আগে সুস্থ ব্যক্তিদের আরও বেশি করে রক্তদানে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :