শিরোনাম
◈ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি থাকবে যতদিন ◈ বাংলাদেশে মানবাধিকার সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র ◈ ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ◈ আপনার আপসহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা: সারজিস আলম ◈ ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর পক্ষে-বিপক্ষে নানা মত ◈ পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে রাস্তায় ব্যারিকেড, বন্ধ হবে ইন্টারনেট ◈ দেশে জ্বালানি তেলের দাম কত কমানো সম্ভব, জানালো সিপিডি ◈ নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান ◈ ট্রাম্প একজন ব্যবসায়ী, আমরাও ব্যবসা নিয়ে ভাবছি, বাংলাদেশ ব্যবসার জন্য খোলা রয়েছে : ড. ইউনূস

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৪:০৬ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদ্যুৎ বিল, পানির বিল, এনআইডি কার্ড যদি ঘরে ঘরে পৌঁছায় তাহলে খাদ্যসামগ্রী নয় কেন প্রশ্ন আলালের

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপির যুগ্ম মহসাচিব বলেন, সরকার প্রতিষ্ঠাগুলোর মধ্যে সমন্বয় করতে না পারার কারণে মানুষ খাবারের জন্য ঘর থেকে বের হতে বাধ্য হচ্ছে। কারণ ক্ষুধার যন্ত্রণা কাওকে মানে না। নিয়ম মানে না।

[৩] তিনি বলেন, সরকার খুব সহজেই মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পারতো। বিল যদি প্রতি মাসে সরকারি লোক বাসায় পৌঁছে দিতে পারে তাহলে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার সমস্যা কোথায়। আরেকটি বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের কাছে প্রত্যেকের এনআইডি কপি এগুলো যদি তারা মানুষের হাতে পৌঁছে দিতে পারে তাহলে ত্রাণসামগ্রী কেন ঘরে ঘরে পৌঁছে দিতে পারবে না।

[৪] আলাল বলেন, সরকার ঢাকা মহানগরসহ অন্য আরেকটি মহানগরীতেও করতে পারতো তাহলে জনগণের মধ্যে আশার সঞ্চার হতো যে না দুদিন পরে হলেও ত্রাণ সামগ্রী আমার বাসায় আসবে। কিন্তু সেটা হচ্ছে না ফলে এর ভয়াবহতা আরো তীব্র হবার আশংকা করছি।

[৫] তিনি বলেন, এটা সরকারের একার বিষয় না। আমরা বলেছি সরকারের সব সেক্টরের সঙ্গে সমন্বয়ের কথা। এখন সরকার বলতে যদি আওয়ামী লীগ মনে করে যুবলীগ-ছাত্রলীগ তা তো নয়। সরকার তো একটা বৃহৎ পরিসরে দেশ পরিচালনা করে। এখন ওনারা যদি মনে করেন আমরা আওয়ামী লীগ বলেই আমরা সরকার তাহলে হবে না।

[৬] সোমবার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়