তিমির চক্রবর্ত্তী: [২] মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। তবুও আড়তদারদের আক্ষেপ, লকডাউনের কারণে বিক্রি কম। যমুনা টিভি
[৩] জানা গেলো মাল্টা ১৬ কেজির কার্টুন ১৮০০ থেকে ১৯০০ টাকা, খেজুর প্রতি কেজি ১৫০ টাকা, আপেল প্রতি কেজি ৬০ থেকে ৬৫ টাকা, তরমুজ ৫০ থেকে ৬০ টাকা প্রতিটা। অথচ খুচরা বাজারে এসব ফলের দাম ক্রেতাদের নাগালের বাইরে।
[৪] এই ব্যবসায়ীরা জানান, ঢাকার বাইরে থেকে ফল আনতে না পারার কারণে অনেক আড়তদারই ঘরে বসে আছে। অসহায় হয়ে পড়েছে ফল ব্যবসায়ীরা। তবে এমন অবস্থা চলতে থাকলে অর্থনীতিতে বিরুপ প্রভাব পড়বে । সম্পাদনা : মিনহাজুল আবেদীন, সালেহ্ বিপ্লব