মাজহারুল ইসলাম : [২] নেটদুনিয়ায় নিজের গানের জন্য ছেয়ে গিয়েছিলেন রানু মন্ডল। তাঁর চড়াই উতরাইয়ের জীবনে এবার দেখা গেল রানু মন্ডলের মানবিক রুপ। করোনার প্রকোপে যখন গোটা বিশ্বের পরিস্থিতি খুবই সঙ্কটজনক। ঠিক তখনই অসহায় গরীব মানুষদের পাশে এসে দাঁড়ালেন তিনি। আজবাংলা
[৩] তার এই মহৎ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মিঠু রোজারিও। যদিও একসময় নেট দুনিয়ায় যারা রানু মন্ডলের বেশ কিছু বিতর্কিত মন্তব্যে ক্ষিপ্ত ছিলেন, তারাও রানু মন্ডলের এই উদ্যেগ ও মানবিক দিকের প্রশংসা করছেন। একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে বলেন, ঈশ্বরের দয়াতে আমি সাহায্যে করতে পারছি তার জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ থাকব।
[৪] আমি যেমন মানুষকে উপহার দিচ্ছি বা সহায়তা করছি, অমি চাই অন্যান্য মানুষেরা এইভাবে মানুষের সহায়তা করুক। শুধু তাই নয় তিনি এও বলেন, মানুষ মানুষের পাশে দাড়াবে এটা খুবই সাধারণ ব্যাপার। মানুষ মানুষকে ভালোবাসবে তার থেকে বড় কিছু আর নেই। যেখানে ভালোবাসা সেখানেই ভগবান। ভগবান মানেই ভালোবাসা। মানুষের সততার ফল কখনও বৃথা যায় না।মানুষ সৎ কর্ম করলে এক সময় তার সুফল পাবে।
আপনার মতামত লিখুন :