সুজন কৈরী : [২] রাজধানীর মধ্যবাড্ডার পোস্ট অফিস গলি সংলগ্ন ইউলুপের সামনে শনিবার সকালে দুই পাশের সড়ক অবরোধ বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেছেন গার্মেন্ট শ্রমিকরা।
[৩] এ সময় সড়কের দুইদিকের যানচলাচল বন্ধ হয়ে যায়।
[৪] বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম বলেন, মধ্যবাড্ডা এলাকার একটি গার্মেন্টসের শ্রমিকদের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে। সেটি পাওয়ার দাবিতে ওই পোশাক কারখানার বেশ কয়েকজন শ্রমিক একজোট হয়ে সড়কে অবরোধ করে। ওই সময় অনেক জরুরি সেবার যানবাহন আটকে ছিল। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের বোঝালে প্রায় আধঘণ্টা পর তারা সড়ক ছেড়ে দেয়।
[৫] ওসি বলেন, শ্রমিকদের অভিযোগের বিষয়ে জানতে ও বেতন ভাতা দেয়ার কথা বলতে পোশাক কারখানার মালিকের মোবাইলের একাধিকবার ফোন দিলেও তা বন্ধা পাওয়া গেছে।