ডা: এ বি এম কামরুল হাসান, যুদ্ধের সময় অজ্ঞতাজনিত ভুল বুঝাবুঝি বিপদজনক। অজ্ঞতা থেকে এমনি একটি ভুল বুঝাবুঝির খবর প্রকাশিত হয়েছে একটি জাতীয় দৈনিকে। কুয়েত মৈত্রী হাসপাতালে "ডাক্তারের কাজ করছেন নার্স, অনভিজ্ঞদের দিয়ে চালানো হচ্ছে আই সি ইউ"। এখানে দুটি অভিযোগের প্রথমটি হলো, ডাক্তারের কাজ করছেন নার্স- যেমন রোগীর রক্তচাপ মাপা ইত্যাদি। এমন অভিযোগ যদি কোনো আই সি ইউ নার্স করে থাকেন, তাহলে দ্বিতীয় অভিযোগ যে সত্যি তাতে আমার কোনো সন্দেহ নেই।
সারা দুনিয়ার আই সি ইউ গুলোতে রক্তচাপ মাপেন নার্সরাই। সত্যিকার অর্থে আই সি ইউ একটি নার্সিং ইউনিট। সেখানে যাবতীয় কাজকর্ম নার্সরাই করে থাকেন। ডাক্তার (আই সি ইউ বিশারদ) সেখানে একজন সমন্বয়ক। এ সমন্বয় নার্স ও অন্যান্য বিষয়ের ডাক্তার এর সাথে। সংবাদকর্মীর আই সি ইউ বিষয়ে সামান্যতম ধারণা থাকলে শিরোনামটা এমন হতো না। পাঠকরা ভুল মেসেজ পেত না ।
দেশে আই সি ইউ নার্স এর সংকট রয়েছে। তার ওপর এখন করোনা যুদ্ধপরিস্থিতি । এ সময়ে আমার পরামর্শ হলো যেসব হাসপাতালে আই সি ইউ রয়েছে, সেখানে শুধুমাত্র জরুরি অপারেশন চালু রাখা। তাতে আই সি ইউ এর ওপর চাপ কিছুটা কমবে। এসব আই সি ইউ থেকে দু একজন করে অভিজ্ঞ নার্স প্রেষণে করোনা হাসপাতালগুলোতে নিতে হবে। এদের সাথে দু একজন অনভিজ্ঞ নার্স দেয়া যেতে পারে। মনে রাখতে হবে, আই সি ইউ কিন্তু ‘ ঠেকা দেয়ার' ইউনিট নয়। লেখকঃ এনেস্থেটিস্ট এবং ইন্টেন্সিভিস্ট, ব্রূনাই তে কর্মরত
আপনার মতামত লিখুন :