ইয়াসিন আরাফাত : [২] বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মানুষ চাইলে তাদের শরীরে করোনা প্রতিরোধী জীবাণুনাশকের ইনজেকশন নিতে পারে। তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ট্রাম্পের এই পরামর্শ জনগণকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে। দ্য গার্ডিয়ান
[৩] ট্রাম্প বলেন, দেখলাম যে, জীবাণুনাশকগুলো ভাইরাসটিকে এক মিনিটের মধ্যে মেরে ফেলে। এক মিনিট! এটা নিয়ে কিছু করার উপায় আছে কি, জীবাণুনাশক ইনজেকশন দিয়ে যা শরীরকে পুরোপুরিভাবে পরিষ্কার করে? পাশাপাশি করোনা রোগীদের প্রাণঘাতী আলট্রাভায়োলেট রশ্মি দিয়েও চিকিৎসার কথা বলেছেন ট্রাম্প। এই বক্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তীব্রভাবে সমালোচিত হয়েছেন তিনি। সিএনএন
[৪] ট্রাম্পের এই বক্তব্যের পর বিশ্বজুড়ে বহু চিকিৎসক করোনা চিকিৎসায় জনগণকে জীবাণুনাশক বা আল্ট্রাভায়োলেট রশ্মি ব্যবহার না করতে সতর্ক করেছেন। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির অধ্যাপক রবার্ট রেইচ বলেছেন, ট্রাম্পের এই সম্মেলনগুলো সক্রিয়ভাবে জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলছে।
[৫] বিশেষজ্ঞরা বলছেন, এসব অপপ্রচার পরিহার করুন। বিশেষজ্ঞদের কথা শুনুন। আর, দয়া করে কেউ নিজের শরীরে জীবাণুনাশক ইনজেক্ট করবেন না।
[৬] এর আগেও করোনার প্রতিষেধক হিসেবে ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের পরামর্শ দিয়ে বিশ্বজুড়ে সমালোচিত হয়েছেন তিনি। তারও আগে ফেব্রুয়ারিতে তিনি দাবি করেন, উষ্ণ আবহাওয়ায় ভাইরাসটি ধ্বংস হয়ে যাবে। সাধারণ ফ্লু যেভাবে চলে যায়, ভাইরাসটিও ঠিক সেভাবে চলে যাবে। যদিও এর কোনটিতে করোনা প্রতিরোধের কোনো প্রমাণ পাওয়া যায়নি। রয়টার্স