শিরোনাম
◈ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ ◈ যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ বিশ্ব ১০ বছর পর প্লাস্টিক বর্জ্যের মোকাবিলায় অক্ষম হবে ◈ আখাউড়া স্হলবন্দর দিয়ে ভারতে পালাননোর চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক ◈ আইপিএলের নিলামের প্রথম দিনে ৭২ ক্রিকেটারের পেছনে খরচ সাড়ে ৬০০ কোটি ◈ কলম্বিয়াকে হারিয়ে ফুটসাল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ◈ সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ : সারজিস আলম ◈ মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা ◈ ঢাকায় আপাতত ব্যাটারিচালিত রিকশা চলাচলে বাধা নেই : রিটকারির আইনজীবী (ভিডিও) ◈ জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০২:৩১ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাইভেসি নিয়ে শঙ্কা সত্ত্বেও জুম ভিডিও কনফারেন্সিং অ্যাপসের ব্যবহার ৫০ ভাগ বেড়ে ৩ কোটিতে পৌঁছেছে

সালেহ্ বিপ্লব : [২] গত তিন সপ্তাহে যুক্তরাষ্ট্রভিত্তিক এ কোম্পানীর শেয়ারমূল্য ১২ শতাংশ বেড়ে ১৬৮ দশমিক ২৪ ডলার হয়েছে। চিফ এক্সিকিউটিভ এরিক ইউয়ান তাদের এ অভাবনীয় অগ্রগতির কথা জানান। বিবিসি, ইয়ন, এনপিআর, টিএনডব্লিউ

[৩] করোনা মহামারীর কারণে ঘরবন্দী মানুষ ভিডিও কনফারেন্সিং এর দিকে ঝুঁকছে। ব্যবহার করছে স্কাইপে, জুম ও মাইক্রোসফট অ্যাপস।

[৪] গত কয়েক মাস ধরে আইটি এক্সপার্টরা বার বার বলছেন, জুম ভিডিও কনফারেন্সিং নিরাপদ নয়। এরই মধ্যে বেশ কয়েকটি হ্যাকিং এর ঘটনা ঘটেছে, বিব্রতকর অবস্থায় পড়েছেন ব্যবহারকারীরা। যাকে বলা হচ্ছে জুমবোম্বিং। এর শিকার হয়ে অনেক বড়ো বড়ো প্রতিষ্ঠান জুম অ্যাপসের ব্যবহার নিষিদ্ধ করে।

[৫] ডেভিড জনসন জুম ব্যবহার করে তার ডক্টরেট অর্জনের শেষ ধাপটি পার হচ্ছিলেন। থিওরিটিক্যাল ওই প্রেজেন্টেশন দেয়ার সময় তিনি জুমবোম্বিং এর শিকার হন। কেউ একজন আজেবাজে কথা লিখে বিব্রত করে কনফারেন্সে যুক্ত সবাইকে।

[৬] এর পরপরই ডেভিড কথা বলেন জুম কর্তৃপক্ষের সঙ্গে। সিস্টেমটি নিরাপদ করার তাগিদ দেন।

[৭] এর প্রেক্ষিতে বেশ কিছু পদক্ষেপ নেয় কোম্পানী। ফেসবুকের সাবেক সিকিউরিটি চিফ অ্যালেক্স স্টেমসকে নিয়োগ দেয়া হয়, সঙ্গে আরো বেশ কয়েকজন এক্সপার্টকেও।

[৮] জুম জানিয়েছে, ৫.০ ভার্সন এখন নিরাপদ। এনক্রিপশন সিস্টেম আপডেট করা হয়েছে। অনাহূত কেউ আর ভিডিও কনফারেন্সে ঢুকে পড়তে পারবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়