শিরোনাম
◈ ভারত থেকে চালবাহী দুটি জাহাজ এল মোংলা বন্দরে ◈ প্রবাসী মন্ত্রণালয়ের বিদেশগামীদের জন্য সতর্কবার্তা ◈ তিতুমীর কলেজকে বিশেষ কোনও সুবিধা দেওয়ার সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য জানালেন জনপ্রশাসন সচিব ◈ ঢাকার হোটেলে আটকে আছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ◈ পঞ্চম দিনের মতো অনশনে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ◈ জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব ছাড়লেন হান্নান সরকার ◈ ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি বিপিএলে ব্যর্থতার দায় স্বীকার করলেন ◈ দক্ষিণ এশিয়ার কূটনীতি পরিবর্তনের পেছনে ভারত-পাকিস্তানের পুরনো প্রতিদ্বন্দ্বিতা ◈ কারা অধিদপ্তরের লোগো থেকে সরানো হলো নৌকা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০৮:২৭ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিলাপি বানাতে গিয়ে ব্যর্থ হয়েছি : মডেল, অভিনেত্রী তানহা তাসনিয়া

ইমরুল শাহেদ : [২] কথায় বলে, টাকা থাকলে দুনিয়া কেনা যায়, আর টাকা না থাকলে দুনিয়া চেনা যায়। কিন্তু করোনাভাইরাস এই কথাটিকে ভুল প্রমাণ করে মানুষকে এক নতুন উপলব্ধিতে নিয়ে গেছে। কারণ কেউতো টাকা দিয়ে করোনাকে থামাতে পারছে না। এ কথাগুলো খুব জোর দিয়েই বলেছেন মডেল ও অভিনেত্রী তানহা তাসনিয়া। এরপর আলোচনার প্রসঙ্গ পাল্টে যায়।

[৩] তিনি বলেন, ‘কাজের মধ্যে আমরা অনেকটা যান্ত্রিক হয়ে পড়েছিলাম। এই করোনা কালটা আতঙ্কের বলে নিরাপদ রাখার গাইডলাইন মেনে বাড়িতেই থাকতে হচ্ছে। পরিবারের সঙ্গে সময় কাটছে, যা আগে কখনো সম্ভব ছিল না। আমার মা আফসোস করে বলতেন, তোরা কেউ বাড়িতে থাকিস না। আমাকে সারাদিন একা কাটাতে হয়। মায়ের সে আফসোস এখন আর নেই। পরিবারের সবাই মিলে দুপুরে একসঙ্গে খেতে পারছি। চায়ের টেবিলে সবাই একসঙ্গে বসে আড্ডা দিতে পারছি।

[৪] যেহেতু সবাই বাড়িতেই থাকি, সেহেতু প্রতিদিনই নতুন কোনো খাবার তৈরি করার চেষ্টা করি। পুডিং, আলু পুরি বানাতে আমি সক্ষম হলেও জিলাপি বানাতে গিয়ে ব্যর্থ হয়েছি।’ তার সারাদিন কিভাবে কাটে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সকালের নাস্তা শেষ করেই আগে নিজের ঘর গুছানোর কাজ করি। কর্মজীবি হিসেবে আমাদের জীবন যাপন অনেকটা অনিয়মের মধ্যে পড়ে গিয়েছিল। সেখান থেকে অন্তত কিছু দিনের জন্য হলেও মুক্তি পাওয়া গেছে।

[৫] যাহোক, বিকালের দিকে আমরা সবাই মিলে তাস খেলি, লুডু খেলি এবং সন্ধ্যার দিকে বাসার ছাদে একটু হাঁটাহাঁটি করি। এরপর সন্ধ্যার চা পর্ব শেষ করে কখনো কখনো ম্যুভি দেখতে বসে যাই। এছাড়া নামাজ আদায় করার বিষয়টিতো আছেই। ম্যুভি দেখতে দেখতে বা খেলতে খেলতে ঘুম ঘুম ভাব হলে ঘুমিয়ে পড়ি।’ এভাবেই কাটে তিন ছবি বয়সী নায়িকা তানহা তাসনিয়ার প্রতিদিন। তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ভুলা তো যায় না তারে, ধুমকেতু ও ভালো থেকো। এছাড়া তিনি বেশ কয়েকটি নাটক ও মিউজিক ভিডিও রয়েছে। এর মধ্যে দুটি মিউজিক ভিডিও রয়েছে গায়ক আসিফের বিপরীতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়