শেখ সেকেন্দার আলী : [২] মালয়েশিয়ায় পেঁয়াজ চুরি করায় এক মায়ানমার নাগরিককে ২ মাসের জেল জরিমানা করেছে দেশটির আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কুয়ালালামপুরের আদালতের বিচারক ফারদিনা হারয়ানতি আহমাদ রাজালীর আদালতে ৪৫ ব্যাগ পেঁয়াজ চুরির অপরাধে মায়ানমারের নাগরিক কাছিম আলীকে(২৭)কে ২ মাসের জেল ও ৭২ হাজার টাকা জরিমানা করে আদালত। আদালত সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল মুদি মার্কেট থেকে (পাচার রায়া) থেকে ৩ দফায় মোট ৪৫ পেকেট পেঁয়াজ চুরি করায় থাকে গ্রেফতার করা হয়। কিন্তু পুলিশ উদ্ধার করে ৬ পেকেট পেঁয়াজ (প্রতি পেকেটে ২কেজির কিছু কম ওথবা বেশি।
[৩] আদালতের বিচারক বলেন, আমি শুনেছি মার্কেট থেকে পেঁয়াজ চুরি হয়, কিন্তু আজ আমি প্রথম দেখলাম এটি সত্য। এসময় মায়ানমারের নাগরিক নিজেকে মদ্যপ অবস্থায় ছিল বলে দাবি করলেও আদালত বলেন, মদ্যপ থাকলেও কিভাবে এতগুলো পেঁয়াজ চুরি করে। এসময় আদালত গ্রেফতারের তারিখ থেকে দুই মাসের জেল ও ৭২ হাজার টাকা জরিমানা করেন রায় ঘোষণা করেন।