শিরোনাম
◈ টানা ৯ দিনের ছুটি শেষে সরকারি অফিস ব্যাংক বিমা আদালত খুলছে আজ ◈ ড. ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা, ব্যাখ্যায় যা বলেছেন সারজিস আলম ◈ রোহিঙ্গা প্রত্যাবাসন, মিয়ানমারের সামরিক জান্তার নতুন কৌশল? ◈ শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৫ ◈ হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তানসহ যেসব দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের ◈ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ◈ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রস্তাবে মোদি নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি: শফিকুল আলম ◈ মার্কিন শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই: খলিলুর রহমান ◈ গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে : সালাউদ্দিন  ◈ প্রধান উপদেষ্টা সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন জানালেন বানিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০৩:৪৯ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনেক টাকা ছাপিয়েও অর্থনীতি সচল রাখার পক্ষে নোবেলজয়ী অভিজিৎ ব্যানার্জি

মাহমুদুল আলম: [২] চলমান করোনা সংকটে বাংলাদেশ বা ভারতের মতো দেশের করণীয় প্রসঙ্গে এই মত দেন নোবেলজয়ী এই বাঙালি অর্থনীতিবিদ। প্রণোদনার টাকা ৬০ - ৭০ শতাংশ দরিদ্রের হাতে পৌঁছালেও, এমনকি কিছু টাকা বেহাত হলেও না ভেবে এগিয়ে যাওয়া উচিত বলেও মনে করেন তিনি।

[৩] দারিদ্রের কারণ এবং তা দূরীকরণে বিভিন্ন নীতির কার্যকারিতা ও প্রভাব নিয়ে জীবনভর কাজ করা অধ্যাপক অভিজিৎ ব্যানার্জি চলমান সংকটে আমেরিকার উদাহরণ দেন। তিনি বলেন, আমেরিকা টাকা ছাপছে, ছেপে খরচ করছে। কারণ এখন অর্থনীতির যে অবস্থা, তাতে লোকের হাতে পয়সা নেই। তারা যদি খরচ না করে তাহলে কিছু কিনবে না, না কিনলে যাদের কাছ থেকে কিনবে তাদের হাতে পয়সা থাকবে না ইত্যাদি। তারা টাকা ছাপাচ্ছে, ছেপে খরচ করছে। বরং ভারতবর্ষ বা বাংলাদেশ অনেক বেশি দ্বিধাবিভক্ত। আমরা এখনো স্থির করতে পারিনি যে, কতটা টাকা ছাপানো উচিৎ হবে।'

[৪] প্রণোদনাসংক্রান্ত এক প্রশ্নের জবাবে বাংলাদেশ বা ভারতের প্রেক্ষাপটে অভিজিৎ বলেন, ‘নিশ্চয়ই যাদের পাওয়া উচিৎ তেমন অনেক লোক পাবেন না। কিন্তু ৬০ - ৭০ শতাংশ দরিদ্রের কাছে পৌঁছানো সম্ভব। এই লোকজনও তো বেচাকেনা করবে।’ এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘কিছু টাকা যদি বেহাত হয়ও তাতে কী হয়েছ! এতো মাথা ঘামানোর সময় এটা না। এখন এগিয়ে যাওয়ার সময়।’

[৫] একাত্তর টিভির অনুষ্ঠান ‘বাসায় থাকি’তে সংযুক্ত হয়ে অনুষ্ঠানের সঞ্চালক নবনীতা চৌধুরীর বিভিন্ন প্রশ্নের জবাবে এই মত প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার সম্প্রচারিত এই অনুষ্ঠানে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লকডাউন থেকে একবার যখন অর্থনীতিকে ছেড়ে দেয়া হয় তখন খুব তাড়াতাড়ি তা উঠে যায়। আমরা জানি জার্মানিতে যুদ্ধের পরে বা জাপানে যুদ্ধের পরে বা ভিয়েতনামে যুদ্ধের পরে খুব তাড়াতাড়ি অর্থনীতিটা উঠে গিয়েছিল। বেশি দিন লাগেনি। জানি না, এটা বাংলাদেশের জন্য উপযুক্ত কিনা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়