শিরোনাম

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় করণীয় নিয়ে স্টার্টআপদের সঙ্গে বিসিসির জরুরি বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : [২] তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে থাকা আইডিয়া প্রকল্পের স্টার্টআপদের নিয়ে এক জরুরি বৈঠক বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে।

[৩] অনলাইনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব।

[৪] পার্থপ্রতিম দেব বলেন, করোনা ভাইরাসের ফলে সারাদেশ একটি কঠিন সময় পার করছে। চলমান পরিস্থিতিতে খাদ্য, চিকিৎসা, শিক্ষা এই তিনটি গুরুত্বপূর্ণ খাতেই বিশেষ পরিকল্পনা ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। তাই এখন থেকেই প্রযুক্তির সহায়তায় সম্মিলিত ও জোরালোভাবে সবাইকে নিয়ে এক সঙ্গে কাজ করতে হবে।

[৫] এসময় এই কঠিন পরিস্থিতি মোকাবিলায় হাল না ছেড়ে দিয়ে শক্তভাবে প্রস্তুত হতে সবাইকে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি।

[৬] সভায় খাদ্য, চিকিৎসা, শিক্ষাসহ অন্য খাতের সেবাগুলো নিশ্চিত করার জন্যে কী কী ধরনের জরুরি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সেই বিষয়ে বিভিন্ন দিক ও কৌশল তুলে ধরেন আইডিয়া প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক।

[৭] বৈঠকে উপস্থিত ছিলেন উইমেন অন্ট্রপ্রিনিয়রস অব বাংলাদেশ (উইবিডি), ট্রাক লাগবে, চালডাল, ডিজিটাল আড়তদার, মেডিটর হেলথ, বাংলা পাজেল, লজারুস রোবোটিক্সসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়