মুসা আহমেদ: [২] করোনায় লকডাউন সারাবিশ্ব। ঘরবন্দি মানুষের সময় কাটাতে বেড়েছে ভিডিও শেয়ারিং অ্যাপ স্ন্যাপের ব্যবহার। করোনার কারণে ডাকা লকডাউনে চলতি বছরের প্রথম প্রান্তিকে সেটি ২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭৫ মিলিয়নে। এসব তথ্য ত্রিমাসিক এক প্রতিবেদনে জানায় ভিডিও শেয়ারিং অ্যাপ কোম্পানি ‘স্ন্যাপ’। সিএনএন
[৩] কোম্পানি জানায়, করোনাভাইরাস মহামারি আকার ধারণ করলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এর ব্যবহার বেড়ে যায়। মার্চের শেষ সপ্তাহে বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওবার্তায় যোগাযোগ বেড়েছে ৩০ শতাংশেরও বেশি। বিশ্বের কোন কোন দেশে এটি ৫০ শতাংশেরও বেশি বেড়েছে, যা ছিলো বছরের রেকর্ড।
[৪] চলতি বছরের প্রথম তিন মাসে এ কোম্পানির আয় হয়েছে ৪৬২ মিলিয়ন ডলার, যা গতবারের তুলনায় ৪৪ শতাংশ বেশি। গেলো বছরের প্রথম তিন মাসে এ অ্যাপের ব্যবহারকারী ছিলো প্রায় ২২৯ মিলিয়ন।
[৫] স্ন্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা এভান স্পিয়েজেল মঙ্গলবার জানান, অন্যান্য কোম্পানির প্রবৃদ্ধিতে যেখানে ধস হচ্ছে আমাদের ব্যবসা সেক্ষেত্রে বেশ ভালো যাচ্ছে। চলতি বছরের প্রথম দুই মাস- জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আমাদের সর্বোচ্চ আয় হয়। তবে মার্চের দিকে সামান্য পরিমাণ আয় কমে যায়।
আপনার মতামত লিখুন :