শিরোনাম
◈ রমজানে কমলো সরকারি অফিসের সময় ◈ স্বর্ণ ব্যবসায়ীকে গুলি: বাসার গেট না খোলায় নিরাপত্তাকর্মী আটক ◈ ইলিয়াসকে সোহেল তাজের চ্যালেঞ্জ: প্রমাণ করো, না পারলে নাকে খত দিতে হবে ◈ দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় যে নির্দেশনা দিলেন সেনাপ্রধান (ভিডিও) ◈ এবার যা বললেন বনশ্রীতে গুলিবিদ্ধ হওয়া স্বর্ণ ব্যবসায়ী (ভিডিও) ◈ সাজেকের আগুন আড়াই ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, পুড়ছে রিসোর্ট-কটেজ (ভিডিও) ◈ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ কিছু ক্ষেত্রে ব্যর্থতার কথা স্বীকার করলেন আসিফ নজরুল (ভিডিও) ◈ কক্সবাজার বিমানঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, নিহত ১ ◈ স্বর্ণ ব্যবসায়ীকে গুলির কথা শুনেও গেট খোলেননি বাড়িওয়ালা-দারোয়ান!

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ১০:০৯ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইন্দোনেশিয়ার বান্ডুং শহরে জঞ্জাল বিক্রি করে অর্থ আয় করছেন মানুষ

ওমর ফারুক : [২] বিশেষ এক পয়েন্ট প্রণালীর ভিত্তিতে জঞ্জালের বিনিময়ে নগদ অর্থ দেয়া হয়৷ একশ’রও বেশি ধরনের জঞ্জাল এভাবে গ্রহণ করা হয়৷ তৈরি পোশাক কারখানাসহ বিভিন্ন ক্ষেত্রে সেই সব উপকরণ পুনর্ব্যবহার করা হয়৷

[৩] বাংক সাম্পা বেরসিনার সব মানুষের দোরগড়া থেকে এই জঞ্জাল তুলে নিচ্ছেন৷ জন সামুয়েল এই প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা৷ সমাজের ওপর এই কোম্পানির প্রভাব সম্পর্কে তিনি অত্যন্ত গর্বিত৷ ডয়েচে ভেলে, একুশে টেলিভিশন

[৪] শহরের অনেক বাসিন্দার জন্য এই উদ্যোগ শুধু জঞ্জাল দূর করা পরিচ্ছন্ন উপায় নয়, সেইসঙ্গে জঞ্জাল বিক্রি করে কিছু বাড়তি পয়সাও আসে৷

[৫] জঞ্জালের সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে দেশটিতে। এর পরিণতি গোটা বিশ্বের জন্য বিপজ্জনক৷ আশি শতাংশেরও বেশি আবর্জনা নির্বিচারে হয় খোলা আকাশের নীচে ইনসিনারেটর বা চুল্লিতে পোড়ানো হয় অথবা উপচে পড়া স্তূপ, খাল বা নদীতে জমা হয়৷

[৬] প্রায় ৩২ লাখ টন জঞ্জাল ভারত মহাসাগরে ফেলা হয়৷ গোটা বিশ্বে একমাত্র চীন আরো বেশি পরিমাণ জঞ্জাল সমুদ্রে ফেলে৷ তার ওপর অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা ও ইউরোপ থেকে বেআইনি জঞ্জাল রফতানি পরিস্থিতি আরও জটিল করে তুলছে৷ ২০১৯ সালে ইন্দোনেশিয়ায় প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করা সত্ত্বেও সেই সিদ্ধান্তের প্রভাব ছিলো অতি সামান্য৷

[৭] জন সামুয়েল মনে করেন, কখনও মানুষের সামনে জঞ্জাল দূর করার পথ থাকে না৷ তখন তারা জানে না কী করা উচিত৷ এমন অবস্থায় কাছে নদী থাকলে সেখানেই তারা জঞ্জাল ফেলে দেয়৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়