মুসা আহমেদ: [২] করোনা বিস্তার রোধে ডাকা লকডাউনে ব্যাপক ধস নেমেছে কোকাকোলার চাহিদায়। এপ্রিলের শুরু থেকেই বিশ্বজুড়ে ২৫ শতাংশ চাহিদা কমেছে আন্তর্জাতিক পানীয় ব্রান্ড কোকাকোলার। সিএনবিসি
[৩] এক বিবৃতিতে কোকাকোলা জানায়, বিশ্বজুড়ে চলা লকডাউনে শারীরিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। ফলে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকসহ পুরো বছরটাই অনিশ্চিতার মধ্যে পড়ে যাচ্ছে কোকাকোলা। তবে দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতিশীলতা অতি গুরুত্বপূর্ণ বিষয়।
[৪] চলতি বছরের প্রথম তিন মাসে এ কোম্পানির নিট আয় হয় ২.৭৮ বিলিয়ন ডলার, যা স্বাভাবিকের তুলনায় ৩৬ শতাংশ কম। নীট বিক্রয় ১ শতাংশ কমে ক্ষতি হয়েছে ৮.৬০ বিলিয়ন ডলার। কোমল পানীয় বিক্রি কমেছে ২ শতাংশ। ফলের জুস, দুগ্ধজাতীয় পানীয়ের ক্ষেত্রে বিক্রি কমেছে ৬ শতাংশ।
[৫] করোনাভাইরাস পরিস্থিতি উল্লেখ করে কোম্পানির প্রতিবেদনে বলা হয়, বছরের পুরো সময় লাভ-ক্ষতি কী হয় তা এখনই পরিমাপ করা যাচ্ছে না। তবে আমরা ভালো কিছু প্রত্যাশা করছি।
[৬] এর আগে বছরের শুরুতে কোকের ভবিষ্যদ্বাণী ছিলো, ২০২০ সালে তাদের মোট লাভ ৫ শতাংশ বাড়বে ও শেয়ার প্রতি লভ্যাংশ বাড়বে
আপনার মতামত লিখুন :