আক্তারুজ্জামান : [২] হঠাৎ পাওয়া অবসরে নানানজন নানান কিছু করছেন। কেউ চুল কাটা শিখছেন, তো কেউ রান্না নিয়ে পড়েছেন। তবে অস্ট্রিয়ার তারকা রেসলার উইলহেট অট ধর্ম নিয়ে গবেষণায় নেমেছিলেন। আর সেখান থেকে নিজ ধর্ম ছেড়ে গ্রহণ করেছেন ইসলাম ধর্ম। আলবাওবা
[৩] অবরুদ্ধ এ সময়ে অস্ট্রিয়ান রেসলিং তারকা উইলহেম অট ভেবেছিলেন সৃষ্টিকর্তা আর ধর্ম বিশ্বাস নিয়ে। সেই ভাবনা থেকেই ইসলাম নিয়ে গবেষণা শুরু করেন। এবং দীক্ষিত হন ইসলামে। মুসলিম হওয়ার পর নাম পাল্টে রেখেছেন খালিদ উইলহেম অট।
[৪] ১৬ই এপ্রিল ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্টের মাধ্যমে ইসলামে দীক্ষিত হওয়ার ঘোষণা দেন অস্ট্রিয়ান রেসলার উইলহেম অট। কালেমায়ে শাহাদাৎ (আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সা. আল্লাহর বান্দা ও রাসূল) পড়ে একটি দীর্ঘ ক্যাপশনে তিনি লেখেন- করোনা সংকট আমাকে সঠিক বিশ্বাস খুঁজে পাওয়ার সময় করে দিয়েছে। কয়েক বছর ধরেই আমি ইসলামের প্রতি অনুরক্ত।
[৫] উইলহেমের পোস্ট করা ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তাকে অভিনন্দন জানান তার মুসলিম ভক্তরা। উইলহেম বলেন, ‘নিজেকে বড় উপস্থাপন করার জন্য বিষয়টি জানাইনি আমি। আমার চারপাশের মানুষ ও বন্ধুদের বিষয়টা জানানোর জন্য পোস্ট করেছি।’
আপনার মতামত লিখুন :