শিরোনাম
◈ এক মাস ধরে আমার পরিবার বাজার থেকে খোলা সয়াবিন তেল কিনে খাচ্ছে: বাণিজ্য উপদেষ্টা ◈ ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেলেন ফখরুল, খসরু, লন্ডন থেকে যাচ্ছেন জাইমা রহমানও ◈ খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের চিঠি ◈ শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান তিতুমীরের শিক্ষার্থীদের, অবরোধ ঘিরে সতর্ক পুলিশ ◈ ভিক্ষাবৃত্তিকে অপরাধ হিসেবে গণ্য করল যেসব দেশ ◈ সিলেট-১০ নম্বর কূপ থেকে জাতীয় গ্রীডে আসছে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সক্রিয় সদস্য গ্রেফতার ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত ◈ যে কারণে লাল গালিচা ব্যবহার করে খাল খননের উদ্বোধন করেন ৩ উপদেষ্টা ◈ নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার করতে হবে: তারেক রহমান

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ১০:০৪ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহামারী থেকে পালাতে কোথায় আশ্রয় নিয়েছেন ধনাঢ্য মার্কিনরা?

বণিক বার্তা: [২] মার্চের শুরুতে যখন যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাস ভালো করে জেঁকে বসে তখন সিলিকন ভ্যালির এক শীর্ষ নির্বাহী দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান রাইজিং এস কোম্পানিকে ডেকে পাঠান। তিনি তাদের কাছে জানতে চান কীভাবে নিউজিল্যান্ডে লাখো ডলার ব্যয়ে নির্মিত ১১ ফুট গভীরের ভূগর্ভস্থ বাংকারে প্রবেশ করতে পারেন। টেক্সাসভিত্তিক রাইজিং এস কোম্পানির মহাব্যবস্থাপক গ্যারি লিঞ্চ বলেন, ওই টেক কোম্পানির প্রধান কখনো বাংকারটি ব্যবহার করেননি এবং কীভাবে এটি খুলতে হয় তা ভুলে গেছেন। সিলিকন ভ্যালির বে এরিয়াতে তার কার্যালয় থাকলেও বসবাস করে আসছিলেন নিউইয়র্কে, যা যুক্তরাষ্ট্রে কভিড-১৯ সংক্রমণের প্রধান কেন্দ্র হিসেবে দাঁড়িয়েছে।

[৩] লিঞ্চ বলেন, বর্তমানে যা ঘটছে, তা থেকে বাঁচতে নিউজিল্যান্ডে পালাতে চেয়েছেন ওই শীর্ষ নির্বাহী। গ্রাহকদের নাম গোপন রাখার নীতির অংশ হিসেবে বাংকারের মালিকের নাম প্রকাশ না করে তিনি আরো জানান, ওই শীর্ষ নির্বাহী এখনো নিউজিল্যান্ডে অবস্থান করছেন।

[৪] প্রাণঘাতী কোনো জীবাণু পুরো বিশ্বকে পঙ্গু করে দিতে পারে—এ ভয় থেকে অনেক বছর ধরেই সংকটকালে টিকে থাকতে ধনাঢ্য আমেরিকানদের পছন্দের গন্তব্য হিসেবে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। পৃথিবীর একেবারে প্রান্তে অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূল থেকে প্রায় দুই হাজার মাইল দূরে অবস্থিত নিউজিল্যান্ড। প্রশান্ত মহাসাগরীয় এ দ্বীপরাষ্ট্রটিতে মাত্র ৪৯ লাখ মানুষের বাস, যা নিউইয়র্কের মেট্রো অঞ্চলে বসবাসকারী মানুষের মাত্র এক-পঞ্চমাংশ।

[৫] এই পরিচ্ছন্ন, সবুজ দ্বীপরাষ্ট্রটি তার প্রাকৃতিক সৌন্দর্য, ব্যতিক্রমী রাজনীতিবিদ ও সেরা স্বাস্থ্যসেবার জন্য পরিচিত। মহামারীর বিরুদ্ধে গৃহীত পদক্ষেপের মাধ্যমে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে দেশটির সরকার। অনেক আগেই চার সপ্তাহের লকডাউন ঘোষণা করায় এখন আক্রান্তের চেয়ে আরোগ্য হওয়াদের সংখ্যা বেশি। নভেল করোনাভাইরাসে নিউজিল্যান্ডে মারা গেছে মাত্র ১২ জন, যেখানে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৩৯ হাজার ছাড়িয়ে গেছে।

[৬] ক্যালিফোর্নিয়াভিত্তিক ভূগর্ভে বাংকার নির্মাণকারী নেটওয়ার্ক ভিভসের প্রতিষ্ঠাতা রবার্ট ভিচিনো জানান, ক্রাইস্টচার্চের খানিকটা উত্তরে সাউথ আইল্যান্ডে ৩০০ জন থাকার মতো একটি বাংকার নির্মাণ সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটাতে ভিভসের নির্মিত পাঁচ হাজার ব্যক্তির বাংকারে এরই মধ্যে দুই ডজন পরিবার আশ্রয় নিয়েছে। ইন্ডিয়ানাতে ৮০ জনের একটি বাংকার নির্মাণের পাশাপাশি জার্মানিতে এক হাজারজনের একটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে ভিভস।


[৭] রাইজিং এস কোম্পানি গত কয়েক বছরে নিউজিল্যান্ডে ১০টি ব্যক্তিগত বাংকার নির্মাণ করেছে। প্রায় ১৫০ টনের প্রতিটি বাংকার নির্মাণে গড়ে ৩০ লাখ ডলার ব্যয় হয়েছে। বিলাসবহুল বাথরুম, গেম রুম, শুটিং রেঞ্জ, জিম, থিয়েটার ও সার্জিক্যাল বেডের মতো অতিরিক্ত কিছু ফিচার যুক্ত হলে নির্মাণ ব্যয় ৮০ লাখ ডলারে ঠেকতে পারে।

[৮] মহামারী ভয়াবহ আকার ধারণ করার আগেই সিলিকন ভ্যালির কিছু বাসিন্দা নিউজিল্যান্ডে চলে যান। তারও আগে থেকেই বিত্তশালী আমেরিকানরা নিউজিল্যান্ডে দ্বিতীয় বাড়ি কিনে রেখেছেন। দ্বীপরাষ্ট্রটিতে যাদের বাড়ি রয়েছে, তাদের মধ্যে রয়েছেন হেজ ফান্ড পাইওনিয়ার জুলিয়ান রবার্টসন, হলিউডের পরিচালক জেমস ক্যামেরন, পে-পলের সহপ্রতিষ্ঠাতা পিটার থিয়েল, অল ব্ল্যাকস রাগবি টিমের সাবেক কোচ স্যার গ্রাহাম হেনরি, প্যাকেজিং টাইকুন গ্রায়েম হার্টের মতো বিত্তশালীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়