শিরোনাম
◈ বাংলাদেশের আইনে কী আছে পুরুষদের ধর্ষণের বিষয়ে? ◈ কূটনীতিকের কানাডায় পালিয়ে গিয়ে বিস্ফোরক মন্তব্য, যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে : প্রধান উপদেষ্টা ◈ ছয় মাস পর জাতীয় দলে ফিরলেন এমবাপ্পে ◈ ইউএনও’র সহযোগিতায় হুইল চেয়ার পেয়ে আবেগে বললো এবার আমি স্কুলে যেতে পারবো  ◈ যৌথ বাহিনীর অভিযানে ৩৮৩ জন গ্রেফতার ◈ খুরুশকুলের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ◈ বিশ্বে প্রথমবার স্বর্ণের দাম তিন হাজার ডলার প্রতি আউন্স ◈ নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক: ড. আবদুল মঈন খান ◈ বিশ্বকাপে খেলার সুযোগ নাও হতে পারে ব্রাজিলের

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ০৯:০৬ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিনাজপুরে ত্রানের দাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও দরিদ্র নিম্নআয়ের পরিবারের সড়ক অবরোধ ও বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি : [২] সোমবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত তারা এ বিক্ষোভ করে।

মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ১নং চেহেলগাজী ইউনিয়নের ৩নং ও ৫নং ওয়ার্ডের অসহায় ও নৃ-গোষ্ঠীর দরিদ্র পরিবারগুলো ত্রানের দাবিতে দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতির সামনে (দিনাজপুর দশমাইল মহাসড়ক) ও রামডুবি সড়ক অবরোধ করে কয়েক’শ পরিবার।

[৩] এসময় তারা ত্রানের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।সড়ক অবরোধের কারণে রাস্তার উভয় পাশে জরুরি কাজে নিয়োজিত যানবাহন গুলি আটকে পড়ে। বিক্ষোভ নৃ-গোষ্ঠির পরিবারগুলোর দাবি,সরকারী ও ইউনিয়ন পরিষদ থেকে কোন প্রকার সহায়তা তারা পায়নি। তারা আরো বলেন, ইউপি সদস্য তাদের কাছ থেকে সহায়তা দেওয়ার কথা বলে ভোটার আইডি’র ফটোকপি কয়েকবার নিয়ে গেলেও তার পরে তাদের সাথে আর কোন প্রকার যোগাযোগ করা হয়নি।

[৪] ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জর্জিস সোহেল বলেন,আমরা ইউনিয়ন পরিষদ থেকে যা পেয়েছি তা আমাদের চাহিদার তুলনায় অনেক কম।আমার ওয়ার্ডে সাড়ে ৪হাজার ভোটার তার পরিবর্তে আমি পেয়েছি কয়েক’শ প্যাকেট যা দিয়ে চাহিদা মেটানো অসম্ভব।

[৫] সদর উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী বলেন, সরকার সকলের জন্য ত্রান ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে।যারা পায়নি পর্যায়ক্রমে তাদের মাঝে ত্রান পৌছে দেওয়া হবে আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেয়।। এসময় তার সাথে ছিলেন, সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়