বিশ্বজিৎ দত্ত : [২] ইরানের সাইন্টিফিক এসোসিয়েশনের প্রধান মেহেদী সাবিল দাবি করেছেন উট মূত্র পানে করোনা নিরাময় হয়। ইনস্ট্রাগ্রামে তিনি মুত্র পানের একটি ভিডিও শেয়ার করেছেন। সূত্র আল আরাবিয়া।
[৩] সাবিল বলেন, ৩ বেলা ৩দিন উট মূত্র পান করতে হবে। তাতে শুধু করোনা নয়, হার্টেও অসুখ ও এ্যাজমাও আরোগ্য হবে।
[৫] ভারতের একটি হিন্দু ধর্মীয় গোষ্ঠি অখিল ভারত হিন্দু মহাসভা এর আগে কোভিড নিরাময়ে গো মূত্র পানের দাওয়াই দিয়েছিল। পরে অল ইন্ডিয়া সাইন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট থেকে বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল, গো মূত্র পানে কোভিড নিরাময় হবে এমন প্রমান তারা পায়নি। সম্পাদনা: রাশিদ
আপনার মতামত লিখুন :