ডেস্ক রিপোর্ট : [২] করোনার এই অখণ্ড অবসরের সুযোগে কোনো জুয়াড়ি যেনো কাছে ঘেঁষতে না পারে সেজন্য ক্রিকেটারদের সতর্ক করলো আইসিসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের সরব উপস্থিতিতিকে পুঁজি করে ম্যাচ ফিক্সিংয়ের টোপ ফেলতে ওঁৎ পেতে আছে জুয়াড়িরা, বলে জানিয়েছেন আইসিসির দুর্নীতি দমন শাখার প্রধান অ্যালেক্স মার্শাল। এদিকে, মাহেন্দ্র সিং ধোনি সুরেশ রায়নাকে বেশি পছন্দ করতেন, তাই দলে জায়গা পেতেন না বলে মন্তব্য করেছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজ সিং।
[৩] মাঠে খেলা নেই। ক্রিকেটাররা গেছেন অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে। পরিবারের সঙ্গে নিজেদের মত করে সময় কাটাচ্ছেন বিশ্বের নামি দামি সব ক্রিকেটাররা। ইনডোর অনুশীলন ছাড়া এক প্রকার অখণ্ড অবসর ক্রিকেটারদের হাতে। এই সুযোগটা কাজে লাগাতে চাইছে ক্রিকেট জুয়াড়িরা।
[৪] কোনো ম্যাচ মাঠে না গড়ানোয় জুয়াড়িরা ম্যাচ গড়াপেটার মত কাজগুলো করতে পারছেন না। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্র আইসিসির এফটিপি অনুযায়ী চলবে একের পর এক সিরিজ। সে জন্য তৈরী হচ্ছে জুয়াড়িরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে বিভিন্ন ভিডিও বার্তা দিয়ে সক্রিয় থাকছেন ক্রিকেটাররা।
[৫] এতে কৌশলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের কাছাকাছি যেতে নানা টোপ ফেলছেন বলে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বৈশ্বিক অর্থনীতি ধ্বস নামায় আর্থিক সংকটে পড়তে পারেন ক্রিকেটাররা। মোটা অংকের অর্থ আয়ের খাতিরেই ক্রিকেটারদের মধ্যে কেউ কেউ জুয়ারিদের প্রস্তাবে সাড়া দিতে পারে বলে শঙ্কায় আইসিসির দুর্নীতি দমন শাখার প্রধান অ্যালেক্স মার্শাল। সেজন্য ক্রিকেটারদের সচেতন হবার জন্য অনুরোধ করেন অ্যালেক্স।
[৬] ১৯৮৬ সালের পর ভারতকে বিশ্বকাপ এনে দিতে যার অবদান উল্ল্যেখযোগ্য তিনি ইয়্যুভরাজ সিং। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ৬ বলে ছয় ছক্কা ও ১২ বলে ফিফটি তুলে স্মৃতির পাতায় এখনও অম্লান। সেই বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নও হয় তারা। তবে এরপরই যেনো হারিয়ে যেতে থাকে ভারতের হয়ে দুই ফরম্যাটে বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। কয়েক মাস আগে সব ধরনের ক্রিকেটকে গুড বাই জানিয়েছেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সাক্ষাৎকারে বোমা ফাটালেন ইউভি। অধিনায়ক ধোনি নাকি তাকে পছন্দ করতেন না। তার বদলে তাই একাদশে বেশি সুযোগ দিতেন সুরেশ রায়নাকে।
[৭] ভারতীয় ক্রিকেটার যুবরাজ জানান, রায়নাকে ধোনী খুব পছন্দ করত, সমর্থন দিত। তখন ইউসুফ পাঠানের পারফরমেন্সও বেশ ভালো ছিল। কিন্তু কেনো যেনো ধোনি আমাদের দু'জন থেকে বেশি রায়নাকে সুযোগ দিত।
[৮] এছাড়া, ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে বিপদের দিনে পাশে থাকায় ধন্যবাদ জানাতে ভোলেননি ইউভি।
সুত্র : সময় নিউজ / ই-আ