বগুড়া প্রতিনিধি : [২] উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
[৩] হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, রবিবার সকালে উপজেলার রহিমাবাদ শালুকগাড়ীপাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
[৪] সড়ক দূর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক সুরতহালে ধারনা করা হচ্ছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। সম্পাদনা:জেরিন আহমেদ