সালেহ্ বিপ্লব : [২] করোনার প্রার্দুভাবে লকডাউন সারা ভারতে। এই দুঃসময়ে ঘরবন্দি মানুষদের হতাশা গ্রাস করবে এটাই স্বাভাবিক। ভয়ঙ্কর এই পরিস্থিতিতে মানুষের মুখে হাসি ফোটাতে শিবপ্রসাদ-নন্দিতার নয়া প্রয়াস ‘লকডাউন শটস’। এনডিটিভি, এই সময়, ইন্ডিয়ান এক্সপ্রেস
[৩]উইন্ডোজের প্রযোজনায় এই সিরিজের প্রথম ছবি ‘হিং’। জিনিয়া সেনের লেখা গল্প, সঙ্গীত পরিচালনায় প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। সামাজিক দূরত্ব মেনেই ছবিতে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য ও মানালি দে।
[৪] হিং, দুই বোনের গল্প। লকডাউনে যারা মুখ দেখতে পারছেন না একে অন্যের। কিন্তু সংসারের চাকা থেমে নেই।
[৫] খুব চেনাজানা, ঘরোয়া আলাপচারিতা দুই বোনের। রান্নার এটাওটা জানতে জানতে একজনের আক্ষেপ, কেন আগে সে রান্না শেখেনি! স্বীকারোক্তি, দিদির মতো হয়নি তার রান্না এবং শেষে দিদির মুখে যুদ্ধ জয়ের হাসি।
[৬] গত বৃহস্পতিবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে হিং।
https://www.facebook.com/windowsproductionhouse/videos/889739224812977/
আপনার মতামত লিখুন :