ডেস্ক রিপোর্ট : [২] খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউপির মাষ্টারপাড়ার প্রদীপ কুমারের বাড়িতে শুক্রবার বিকেলে জন্ম হওয়া ওই বাছুরটিকে একনজর দেখতে এখন দূর-দূরান্ত থেকে আসছে উৎসুক মানুষ।
[৩] প্রদীপ কুমার জানান, এর আগে এই গাভী ৪টি স্বাভাবিক বাছুর জন্ম দেয়। কিন্তু ওই গাভীটিই এবার দ ‘পা ওয়ালা এমন বাছুরের জন্ম দিয়েছে। জন্ম নেয়ার পর বাছুরটি গাভীর দুধও পান করছে।
[৪]প্রদীপ কুমার আরও জানান, এমন বাছুর জন্ম নেয়ার ঘটনাটি নিমিষেই চর্তুরদিকে ছড়িয়ে পড়ে। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে পুরো জেলা লকডাউন থাকার পরেও বাছুরটিকে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে লোকজন আসছে। আমি কাউকে বাধাও প্রদান করতে পারছি না। বাছুরটি বর্তমানে সুস্থ রয়েছে।
[৫] উপজেলা প্রাণীসম্পদ বিভাগের ভেটেরিনারী সার্জন বিপুল কুমার চক্রবর্তী জানান, এটা জীনগত সমস্যা (কনজেনিটাল এনোমালিস)। শরীরে জীনগত সমস্যার কারণে এমনটি হয়ে থাকে। বাছুরটির জীনগত সমস্যার কারণে সামনের পায়ের স্বাভাবিক বৃদ্ধি ঘটেনি।
সুত্র : বাংলাদেশপ্রতিদিন / এমএম
আপনার মতামত লিখুন :