শিরোনাম
◈ কেরানীগঞ্জে ব্যাংকে ‘ডাকাতদল’, এবার অভিযানে সেনাবাহিনী ◈ কিল-ঘুসিতে কৃষি ব্যাংকের সাবেক সিবিএ নেতার মৃত্যু ◈ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে হানা দেয়া ডাকাতদের ২ দাবি ◈ ইতালির কঠোর ভিসা আবেদন প্রক্রিয়ায় ৩৬টি দেশের শীর্ষে বাংলাদেশিরা! ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ◈ কেরানীগঞ্জে দিনদুপুরে রূপালী ব্যাংকে ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে রেখেছে ডাকাতরা, ঘিরে রেখেছে পুলিশ-র‍্যাব (ভিডিও) ◈ ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান আরো কমল  ◈ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছি না: বদিউল আলম মজুমদার (ভিডিও) ◈ আদানি পাওয়ারের কর জালিয়াতি, চুক্তি পর্যালোচনার দাবি অন্তর্বর্তী সরকারের ◈ আমরা বাংলাদেশের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের অপেক্ষায় রয়েছি : মালয়েশিয় মন্ত্রী

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০২:০১ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুলাউড়ায় কর্মহীন মানুষের জন্য ফ্রি সবজি বাজারের আয়োজন করেছে শিক্ষার্থীরা

স্বপন দেব, মৌলভীবাজার : [২] করোনায় দূর্যোগকালীন সময়ে কর্মহীন মানুষের জন্য ফ্রি সবজি বাজারের আয়োজন করে বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের এস.এস.সি. ২০০৩ ব্যাচের শিক্ষার্থীরা। দেশ ও প্রবাসে অবস্থানরত ২০০৩ ব্যাচের শিক্ষার্থীদের সহযোগিতায় প্রায় ১ হাজার গরীব, অসহায় ও দুঃস্থ এবং নিম্ন আয়ের কর্মহীন মানুষ সবজি সংগ্রহ করে।

[৩] শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে কুলাউড়া উপজেলার বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ফ্রি সবজি বাজার বণ্টন করা হয়। এর আগে প্রায় আড়াই'শ পরিবারের মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি মসুরী ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১পিছ কামাল সাবান’সহ খাদ্য সামগ্রী লোকচক্ষুর অন্তরালে বিতরণ কছে তারা। এর ধারাবাহিকতায় আগামীতেও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তারা।

[৪] এস.এস.সি ব্যাচের এই আয়োজনে সার্বিক সহযোগীতায় ছিলেন সাংবাদিক সাইদুল হাসান সিপন, কুলাউড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আহসান রাব্বী মিরাজ, সাংবাদিক এনামুল আলম,আমেরিকা প্রবাসী নাজমুল ইসলাম, ইউপি সদস্য আশরাফুল ইসলাম রাজিব, পর্তুগাল প্রবাসী অদুদ মিয়া সুমন, কুয়েত প্রবাসী হেলাল আহমদ, ব্যবসায়ী হাসান আহমদ লিটন, প্রবাসী শামীম আহমদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়