মহসীন কবির : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় করোনায় আক্রান্ত এক শিশুকে শনাক্ত করা হয়েছে। তবে তার খোঁজ পাচ্ছে না প্রশাসন। উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হাটগাঁও গ্রামের এক শিশু আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার ফিরোজ আলম। কালেরকন্ঠ
এদিকে রানীশংকৈল উপজেলা কমপ্লেক্স-এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী কালের কণ্ঠকে জানান, ‘আমরা শিশুটির খোঁজে হাটগাঁও গ্রামে গিয়ে শিশুটিকে না পেয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছি। তবে তথ্য গোপন করে পালিয়ে বেড়াচ্ছে কিনা বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে।’
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা এখন পর্যন্ত শিশুটিকে পাইনি তবে শিশুটিকে খোঁজা অব্যাহত রয়েছে।’
এদিকে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাক্তার মাহফুজুর রহমান সরকার জানান এখন পর্যন্ত জেলায় ২৪৬ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। এর মধ্যে আজ একজন রাণীশংকৈলে ও অপরজন হরিপুরে আক্রান্ত হয়েছে।
উল্লেখ্য এর আগে গত ১১ এপ্রিল জেলার পীরগঞ্জ উপজেলায় ১ জন ও হরিপুর উপজেলায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে নুতন দু'জনসহ ঠাকুরগাঁওয়ে বর্তমান আক্রান্ত হওয়ার সংখ্যা সংখ্যা দাঁড়ালো পাঁচজন।
আপনার মতামত লিখুন :