শিরোনাম

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৪:২০ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার থেকেও দেশের সবচেয়ে বড় সমস্যা তাবলীগী জামাত, টুইট করে রোষানলে কুস্তিগির ববিতা

এল আর বাদল : [২] ভারতে করোনার থেকেও বেশি বড় সমস্যা হল তাবলীগী জামাত। টুইটারে এমন মন্তব্যের পরই শুরু হয় তুমুল বিতর্ক। মুসলিম ধর্মাবলম্বীদের একাংশের রোষের মুখে পড়তে হয় কুস্তিগির ববিতা ফোগাটকে।

[৩] মার্চে লকডাউন শুরুর আগেই দিল্লির নিজামুদ্দিনে ধর্মীয় অনুষ্ঠানে জমায়েত করেছিলেন তাবলীগী জমায়েতের সদস্য। কিন্তু লকডাউনের পরও সেখানেই থেকে গিয়েছিলেন অনেকে। তল্লাশি চালিয়ে দু’হাজারেরও বেশি জনকে সেখান থেকে বের করে আনে পুলিশ। তারপরই দেখা যায়, জামাতদের মধ্যে অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের দায়িত্বজ্ঞানহীনতা নিয়েই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন ববিতা।

[৪] বুধবার হিন্দিতে একটি টুইট করেন মাস কয়েক আগেই রাজনীতির আঙিনায় পা রাখা কুস্তি খেলোয়াড় ববিতা। তিনি লেখেন, করোনা ভাইরাস ভারতের দ্বিতীয় সমস্যা। প্রথম সমস্যা হল অসভ্য জামাতিরা। এমন মন্তব্য করায় তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অনেকে। কিন্তু তাতেও দমে যাননি কমনওয়েল্থ গেমসে সোনাজয়ী কুস্তিগির।

[৫] লিখেন, আমার টুইট করার পর থেকেই হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জারে নানা ভুলভাল মেসেজ পাচ্ছি। রীতিমতো অসব্য ভাষায় আমাকে হেনস্তা করা হচ্ছে। এমনকী ফোন করেও অনেকে হুমকি দিচ্ছে। এই মানুষগুলিকে বলছি, মনে রাখবেন আমি জায়রা ওয়াসিম নই যে আপনাদের হুমকিতে ভয় পেয়ে বাড়িতে বসে থাকব। আমি কোনও ভুল কথা বলিনি। আর যারা করোনা ভাইরাস ছড়িয়েছে, শুধুমাত্র তাদের উদ্দেশেই লিখেছি।

[৬] আগামী দিনেও নিজের দেশের ভালর জন্য কথা বলবো। এ নিয়ে বোনের পাশে দাঁড়িয়েছেন দিদি গীতা ফোগাটও। টুইটারে জোর গলায় জানিয়ে দেন, যেটা ঠিক মনে হবে, নির্ভয়ে দেশের ভালোর জন্য আগামী দিনেও সেটা বলবেন তারা। -সংবাদ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়